সোমবার, ২৮ এপ্রিল ২০২৫, ০৩:০০ অপরাহ্ন

অনিয়ম ও দুর্নীতির অভিযোগে সরকারি প্রতিষ্ঠানে দুদকের অভিযান

রিপোটারের নাম / ৮৮ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : শুক্রবার, ১৪ ফেব্রুয়ারী, ২০২৫

স্টাফ রিপোর্টার
প্রকাশ : ১৪ ফেব্রুয়ারি ২০২৫, ২২: ২১

হাসপাতাল, এলজিইডি এবং ন্যাশনাল ডেভেলপমেন্ট ইঞ্জিনিয়ার্স লিমিটেডের অনিয়ম ও দুর্নীতির অভিযোগে দুর্নীতি দমন কমিশন (দুদক) ৩টি এনফোর্সমেন্ট ইউনিট নিয়ে বৃহস্পতিবার অভিযান পরিচালনা করে। বিষয়টি আমার দেশকে নিশ্চিত করেছেন দুদকের উপপরিচালক (জনসংযোগ) আকতারুল ইসলাম।

বাগেরহাট: এলজিইডি ২০২৩-২৪ অর্থবছরে “বাগেরহাট জেলার পল্লী অবকাঠামো উন্নয়ন” শীর্ষক প্রকল্পের আওতায় বাগেরহাট সদর উপজেলাধীন বেমরতা ইউনিয়নে বেমরতা টু কলাবাড়িয়া আদর্শগ্রাম সড়ক নির্মাণে নিম্নমানের নির্মাণসামগ্রী ব্যবহার ও অনিয়মের অভিযোগের পরিপ্রেক্ষিতে দুদক এনফোর্সমেন্ট টিম নিয়ে অভিযান পরিচালনা করা হয়। অভিযানকালে এলজিইডি নির্বাহী প্রকৌশলীর দপ্তরে সড়ক নির্মাণকাজের নথিপত্র সংগ্রহ করা হয়। অভিযানকালে দেখা যায়, অভিযোগে সূত্রে রাস্তা নির্মাণে বেশ কিছু নিম্নমানের ইট ব্যবহার করা হয়েছে। এ ছাড়া বালি-ইট-খোয়ার মিশ্রণে খোয়া অনুপাতে কম ব্যবহার করা হয়েছে। এ ছাড়াও প্যালাসাইডিং -এর পাইল ও প্লেট সড়কের পাশে উপড়ে গেছে। প্যালাসাইডিং সঠিকভাবে না করে নিম্নমানের খোয়া ব্যবহার করে।

এনার্জি: বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশনের অসাধু কর্মকর্তাদের যোগসাজশে ন্যাশনাল ডেভেলপমেন্ট ইঞ্জিনিয়ার্স লিমিটেডের ভ্যাটের চালান জালিয়াতি করে রাষ্ট্রীয় অর্থ আত্মসাতের অভিযোগে দুদক প্রধান কার্যালয় থেকে এনফোর্সমেন্ট টিম নিয়ে অভিযান পরিচালনা করা হয়। অভিযানকালে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন পরিদর্শনপূর্বক অভিযোগ সংক্রান্ত বিষয়ে নথিপত্র সংগ্রহ করে। নথিপত্র যাচাই ও সংশ্লিষ্ট কর্মকর্তাদের সাথে আলোচনাকালে অভিযোগের সত্যতা পায় দুদক।

হাসপাতাল: পটুয়াখালী ২৫০ শয্যাবিশিষ্ট হাসপাতালের বহির্বিভাগে টিকিট বিক্রয়ে অতিরিক্ত অর্থ আদায় ও সেবা প্রদানে হয়রানির অভিযোগের পরিপ্রেক্ষিতে দুদক এনফোর্সমেন্ট টিম নিয়ে অভিযান পরিচালনা করা হয়। অভিযানকালে দুদক ছদ্মবেশে টিকিট বিক্রয় এবং ওষুধ বিতরণ সংক্রান্ত কার্যক্রমসহ অন্যান্য কার্যক্রম পর্যবেক্ষণ করা হয়। সরেজমিনে ঘটনাস্থল পরিদর্শনে টিকিট বিক্রি সংক্রান্ত দেখা যায়, বিক্রির টিকিটের মধ্যে অনেক টিকিট বিক্রি রেজিস্টারে এন্ট্রি করা হচ্ছে না। রোগীদের ওষুধ বিতরণের রেজিস্টার, স্টক রেজিস্টারসহ অন্যান্য রেজিস্টার চেক করা হয়। প্রাথমিক পর্যবেক্ষণে ওষুধ বিতরণে নানা অনিয়ম পরিলক্ষিত হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ