রবিবার, ২৭ এপ্রিল ২০২৫, ০১:৫৫ পূর্বাহ্ন

অনুসন্ধানী সাংবাদিকতা কর্মশালা অনুষ্ঠিত

রিপোটারের নাম / ৮১ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : শনিবার, ১৫ ফেব্রুয়ারী, ২০২৫

স্টাফ রিপোর্টার
প্রকাশ : ১৫ ফেব্রুয়ারি ২০২৫, ২২: ০০
আপডেট : ১৫ ফেব্রুয়ারি ২০২৫, ২২: ১০

তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়াধীন জাতীয় গণমাধ্যম ইনস্টিটিউট কর্তৃক বাস্তবায়নাধীন SIBE-NIMC প্রকল্পের আওতায় শনিবার ঢাকায় ‘অনুসন্ধানী সাংবাদিকতা’ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার প্রতিনিধিবৃন্দ, সাংবাদিকতা বিভাগের শিক্ষার্থীবৃন্দ, বাংলাদেশ টেলিভিশন, জাতীয় গণমাধ্যম ইনস্টিটিউটের কর্মকর্তাগণ এবং রাজশাহী, খুলনা, নারায়নগঞ্জসহ দেশের বিভিন্ন জেলা থেকে অনুসন্ধানী সাংবাদিকবৃন্দ এ কর্মশালা অংশগ্রহণ করেছেন।

কর্মশালায় বক্তব্য রাখেন- বাংলাদেশ ফ্যাক্ট চেক এডিটর (এএফপি) কদরুদ্দীন শিশির, আমার দেশ-এর সাংবাদিক ড. আনিছুর রহমান ও যমুনা টেলিভিশনের অনুসন্ধানী সাংবাদিক মো. আব্দুল্লাহ (আব্দুল্লাহ তুহিন)।

বক্তারা বলেন, নাগরিক সাংবাদিকতা, সামাজিক যোগাযোগ মাধ্যম ও প্রযুক্তি ব্যবহারের বহুমাত্রিকতায় অনুসন্ধানী রিপোর্টিংয়ে যু্ক্ত হয়েছে নতুন মাত্রা। বাস্তবতার নিরিখে অনুসন্ধানী রিপোর্ট তৈরির কলা কৌশল নিয়ে আলোচনা করা হয়। অনুসন্ধানী প্রতিবেদনে কর্তৃপক্ষের অনীহা, রিপোর্টিংয়ের সমস্যা ও করণীয় নিয়ে আলোচনা করা হয়। প্রশিক্ষণার্থীগণ মফস্বল রিপোর্টিংয়ের সমস্যা ও সম্ভাবনা নিয়ে তাদের অভিজ্ঞতা ব্যক্ত করেন।

সাংবাদিকগণ দেশের স্বার্থ সমুন্নত রেখে জাতীয় ও আন্তর্জাতিক প্রেক্ষাপঠে অনুসন্ধানী রিপোর্ট উপস্থাপন করবেন। নীতি, আইন, পদ্ধতি নিয়ে গভীরভাবে বিশ্লেষণপূর্বক বিষয়ভিত্তিক জ্ঞান আরো সমৃদ্ধ করে জনকল্যাণে অনুসন্ধানী রিপোর্ট উপস্থাপিত হবে, এটাই সাধারণের প্রত্যাশা। উত্তম অনুসন্ধানী রিপোর্টের মাধ্যমে আজকের কর্মশালার সফলতা নির্ভর করবে।

জাতীয় গণমাধ্যম ইনস্টিটিউটের মহাপরিচালক ও তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. কাউসার আহাম্মদের সভাপতিত্বে কর্মশালায় আরও আলোচনা করেন ড. মারুফ নাওয়াজ, মোহাম্মদ আবু সাদেক ও সুমনা পারভীন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ