সোমবার, ২১ এপ্রিল ২০২৫, ০৫:০১ অপরাহ্ন

অপারেশন ডেভিল হান্ট: ৬ষ্ঠ দিনে সারা দেশে গ্রেপ্তার ৫০৯

রিপোটারের নাম / ৭০ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : শুক্রবার, ১৪ ফেব্রুয়ারী, ২০২৫

স্টাফ রিপোর্টার
প্রকাশ : ১৪ ফেব্রুয়ারি ২০২৫, ২০: ৪৭
আপডেট : ১৪ ফেব্রুয়ারি ২০২৫, ২০: ৪৮

অপারেশন ডেভিল হান্টের ৬ষ্ঠ দিনে ৫০৯ জনসহ সারা দেশে মোট ১৪৫৭ জনকে গ্রেপ্তার করা হয়েছে। বৃহস্পতিবার বিকেল থেকে শুক্রবার বিকেল পর্যন্ত অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

বিশেষ এ অভিযানে ১টি একনলা বন্দুক, ওয়ান শুটার গান ১টি, কার্তুজ ১টি, চাইনিজ ছুরি ১টি, দেশীয় তৈরি কাঠের বাটযুক্ত ছুরি ১টি, চাইনিজ চাপাতি ২টি, চাইনিজ কুড়াল ১টি, কাঠের বাটযুক্ত দা ৩টি, ধামা ৪টি, দেশীয় তৈরি কাঠের বাটযুক্ত কুড়াল ১টি উদ্ধার করা হয়। বিশেষ এই অভিযানে বিভিন্ন মামলায় গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত ৯৪৮ জন রয়েছে। শুক্রবার রাতে পুলিশ সদর দপ্তর সূত্রে এ তথ্য জানা গেছে।

অপারেশন ডেভিল হান্টে ছয় দিনে ঢাকাসহ সারা দেশে মোট ৯ হাজার ৪১২ জনকে গ্রেপ্তার করা হলো।

শনিবার গ্রেপ্তার করা হয়েছিল ১৩০৮ জনকে, রোববার ১৫২১ জনকে, সোমবার ১৭৭৫ জনকে এবং মঙ্গলবার ১৬৮৬ জন, বুধবার ১৬৬৫ এবং বৃহস্পতিবার ১৪৫৭ জনকে গ্রেপ্তার করা হয়।

ভারতে পালিয়ে যাওয়া শেখ হাসিনার সরকারের সাবেক মন্ত্রী এবং ভারতে পলাতক আ ক ম মোজাম্মেলের বাড়িতে গত ৭ ফেব্রুয়ারি শুক্রবার হামলার শিকার হন প্রায় ৩০ জন সাধারণ শিক্ষার্থী। বিষয়টি নিয়ে সারা দেশে তোলপাড় শুরু হয়। খবর পেয়ে সেখানে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতারা উপস্থিত হন।

সেখানে সমন্বয়ক সারজিস আলম জানান, ফ্যাসিবাদের লোকজনই সাধারণ শিক্ষার্থীদের ওপর হামলা করেছে। এছাড়াও অন্যান্য নেতারা দাবি করেন, শিক্ষার্থীরা ওই রাতে ডাকাতির খবর পেয়ে তা প্রতিহত করতে সেখানে গিয়েছিলেন।

এ ঘটনার পরদিন শনিবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জনসংযোগ বিভাগ থেকে পাঠানো বিজ্ঞপ্তিতে ওইদিন রাত ১২টা থেকে দেশ জুড়ে যৌথ বাহিনী অপারেশন ডেভিল হান্ট শুরুর কথা জানানো হয়। গ্রেপ্তারকৃতদের মধ্যে যাদের বেশিরভাগই ছাত্র-জনতার অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের সদস্য।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ