সোমবার, ২৮ এপ্রিল ২০২৫, ০৩:২০ অপরাহ্ন

অসুস্থতাবোধ করায় শহীদ মিনারে যেতে পারেননি মির্জা ফখরুল

রিপোটারের নাম / ৭৮ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : শুক্রবার, ২১ ফেব্রুয়ারী, ২০২৫

স্টাফ রিপোর্টার
প্রকাশ : ২১ ফেব্রুয়ারি ২০২৫, ২০: ৪৫

বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের অনুপস্থিতিতে জাতীয় দিবসগুলোতে দলটির প্রতিনিধি দলের নেতৃত্ব দিয়ে শ্রদ্ধা নিবেদন করতে যান মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তবে এবার ২১ ফেব্রুয়ারিতে সকালে ভাষা শহীদদের শ্রদ্ধা জানাতে বিএনপির যে দলটি কেন্দ্রীয় শহীদ মিনারে গেছে, তাতে মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে দেখা যায়নি। তিনি কেন যেতে পারেননি তা আমার দেশ ফোন করে জানতে চেয়েছেন।

এ ব্যাপারে জানতে চাইলে বিএনপি মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান আমার দেশকে জানান, বিএনপি মহাসচিব উত্তরবঙ্গসহ দেশের বেশ কয়েকটি স্থানে দলের টানা কয়েকটি কর্মসূচিতে অংশগ্রহণ করেছেন। বৃহস্পতিবার কুমিল্লার লাকসামে বিএনপির একটি কর্মসূচিতে অংশগ্রহণ করে বেশ রাতে ঢাকায় ফিরেছেন। এ কারণে সকালে তিনি ভীষণ অসুস্থতাবোধ করেন। সেজন্য শহীদ মিনারে যেতে পারেননি।

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর নেতৃত্বে শহীদ মিনারের বিনম্র শ্রদ্ধা জানিয়ে পুস্পস্তবক অর্পন করেন বিএনপির নেতাকর্মীরা। এদের মধ্যে ছিলেন দলের চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য আমান উল্লাহ আমান, আবদুস সালাম, যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন, হাবিব উন নবী খান সোহেল, কেন্দ্রীয় নেতা নাজিম উদ্দিন আলম, মীর সরফত আলী সপু, আমিনুল হক, ইশরাক হোসেন, মোনায়েম মুন্না, নুরুল ইসলাম নয়নসহ বিভিন্ন অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।

এর আগে ভোর সাড়ে ছয়টায় নিউ মার্কেটের কাছে বলাকা সিনেমা হলের সামনে থেকে বিএনপির নেতা-কর্মীদের নিয়ে বিশাল প্রভাত ফেরি আজীমপুর কবরস্থানে যায়। সেখানে ভাষা শহীদের কবরে পুস্পমাল্য অর্পন এবং ফাতেহা পাঠ করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ