চট্টগ্রামে আইনজীবী সাইফুল ইসলাম আলিফ হত্যা মামলায় গ্রেপ্তার দুজনকে জেলগেটে জিজ্ঞাসাবাদের জন্য পুলিশকে অনুমতি দিয়েছে আদালত।
সোমবার সকালে এ আদেশ দেন চট্টগ্রাম মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক মোহাম্মদ মোস্তফা। আসামিরা হলেন- চন্দন দাশ ও রাজীব ভট্টাচার্য।
আইনজীবী মো. রায়হানুল ওয়াজেদ চৌধুরী বলেন, সকালে আসামিদের জেলগেটে জিজ্ঞাসাবাদের আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা মাহফুজুর রহমান। পরে শুনানি শেষে তাদের জিজ্ঞাসাবাদের অনুমতি দেয় আদালত।
তিনি বলেন, গত বছরের ৯ ডিসেম্বর আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন চন্দন ও রাজীব। জবানবন্দিতে শিবা ও ওমবাইয়ের নাম প্রকাশ করেন তারা। এর পরিপ্রেক্ষিতে জেলগেটে জিজ্ঞাসাবাদের অনুমতি চাওয়া হয়।
ইসকন নেতা চিন্ময় কৃষ্ণ দাসের জামিন আবেদন নামঞ্জুর ঘটনায় গত ২৬ নভেম্বর চট্টগ্রাম আদালতে আইনজীবী আলিফকে কুপিয়ে হত্যা করা হয়। এ ঘটনায় মামলা করেন নিহতের বাবা।