বুধবার, ৩০ এপ্রিল ২০২৫, ১০:৩৮ অপরাহ্ন

আওয়ামী প্রেতাত্মারা এখন বিএনপি হয়ে গেছে: আমিনুল হক

রিপোটারের নাম / ৮০ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : শনিবার, ১৫ ফেব্রুয়ারী, ২০২৫

রাজশাহী ব্যুরো
প্রকাশ : ১৫ ফেব্রুয়ারি ২০২৫, ২১: ২৯

আওয়ামী লীগের প্রেতাত্মারা এখন বিএনপি হয়ে গেছে, তারা বিভিন্নভাবে অপকর্ম করে বেড়াচ্ছে বলে অভিযোগ করেছেন বিএনপি কেন্দ্রীয় ক্রীড়া বিষয়ক সম্পাদক ও দলটির ঢাকা মহানগর উত্তরের আহ্বায়ক আমিনুল হক।

শনিবার বিকেলে রাজশাহী বিভাগীয় স্টেডিয়ামে আরাফাত রহমান কোকো স্মৃতি ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্যে এ কথা বলেন তিনি। এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা ও সাবেক সংসদ সদস্য মিজানুর রহমান মিনু।

আমিনুল হক বলেন, দেশের বিভিন্ন জায়গায় ইতিমধ্যে ছোট ছোট টুর্নামেন্ট আয়োজন করে অবৈধ কার্যক্রমের সঙ্গে অনেকেই জড়িয়ে পড়ছে। আরাফাত রহমান কোকো কিংবা জিয়াউর রহমানের নামে ব্যানার বানিয়ে তারা এখন নতুন দোকান খোলার চেষ্টা করছে। এজন্য আমাদের সকলকে সতর্ক থাকতে হবে। কোনো অবস্থাতেই এই ধরনের অপকর্মকারীদের কাউকেই প্রশ্রয় দেওয়া যাবে না।

তিনি বলেন, আমরা এখন পর্যন্ত পরিপূর্ণভাবে গণতন্ত্র প্রতিষ্ঠা ও স্বৈরাচার মুক্ত হতে পারিনি। কারণ রাষ্ট্রীয় প্রতিষ্ঠান এবং জাতীয় গণমাধ্যমগুলোতে স্বৈরাচার এর প্রেতাত্মারা এখনও পর্যন্ত বসে আছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ