প্রকাশ : ২১ মার্চ ২০২৫, ১৯: ১৩
আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে কর্মসূচি ঘোষণা করেছে ইনকিলাব মঞ্চ। শুক্রবার সংগঠনটির মুখপাত্র শরীফ ওসমান হাদি তার ফেসবুকে এ কর্মসূচি ঘোষণা করেছেন।
হাদি ফেসবুকে লিখেছেন, আগামীকাল (রোববার) দুপুর ১২ টায় রায়েরবাজার বুদ্ধিজীবী কবরস্থানে জুলাইয়ের বেওয়ারিশ শহীদদের কবর জেয়ারতের মাধ্যমে লীগ নিষিদ্ধের দাবিতে লিফলেট বিতরণ ও গণসংযোগ শুরু করবে ইনকিলাব মঞ্চ। দুপুর ১টায় আমরা মোহাম্মদপুর আল্লাহ করীম মসজিদের সামনে গণসংযোগ করবো, ইনশাআল্লাহ।
তিনি আরও লিখেন, আগামীকাল (রোববার) থেকে ঢাকার বিভিন্ন পয়েন্টে জুলাই, পিলখানা ও শাপলা গণহত্যার বিচার এবং লীগ নিষিদ্ধের দাবিতে লাগাতার গণসংযোগ করবে ইনকিলাব মঞ্চ।