২২ ফেব্রুয়ারি ২০২৫, ১২:০৬ এএম | আপডেট: ২২ ফেব্রুয়ারি ২০২৫, ১২:০৬ এএম
গণতন্ত্র মঞ্চের অন্যতম শীর্ষ নেতা, নাগরিক ঐক্যের আহবায়ক ডাকসুর সাবেক ভিপি মাহমুদুর রহমান মান্না বলেছেন, স্বৈরাচারের বিরুদ্ধে ফ্যাসিবাদের বিরুদ্ধে রাজপথে দীর্ঘ সংগ্রাম করেছি। দেশকে ফ্যাসিবাদ মুক্ত করেছি। আর এর প্রতিদান স্বরূপ আমাকে আজ অপমানিত হতে হয়েছে। জীবনে এর আগে আমি কখনো এত অপমানিত বোধ করিনি। গতকাল রাজধানীর ওসমানী মিলনায়তনে একুশে পদক প্রদান অনুষ্ঠানে নিরাপত্তার অজুহাতে তাকে ঢুবতে না দেওয়ায় অত্যন্ত ক্ষোভের সাথে তিনি একথা বলেন।
মান্না বলেন, আমি ওসমানী মিলনায়তনের চারটি গেটে গেছি তারা আমাকে ঢুকতে দেয় নি। আমি বলেছি ভিতরের যাওয়ার কোন রাস্তা নেই। তারা বলেছে না ভিতরে যাওয়ার সব রাস্তা বন্ধ। আমি যখন শেষ গেটে গেছি তখনও ১১টা বাজতে ১৫ মিনিট বাকী। যারা সাত থেকে আটমাস আগে আমার সাথে দেখা করার জন্য হন্যে হয়ে ঘুরেছেন তারা আজ এ আচরণ করলেন। কোন কোন উপদেষ্টা আট দশ দিন পর বিদেশ থেকে এসে শপথ নিয়েছেন। আমরা দেশে ছিলাম রাজপথে আন্দোলনে ছিলাম।