জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, নির্বাচন হতে হবে। তবে যেন-তেন মার্কা নির্বাচন আমরা চাই না। নির্বাচনের মতো নির্বাচন চাই। সুষ্ঠু নির্বাচন চাই, যে নির্বাচনে পেশি শক্তি আর কালো টাকার খেলা চলবে না। তাই সরকারকে বলবো আগে সংস্কার করুন পরে নির্বাচন দিন।
শুক্রবার বিকেলে নরসিংদীর সাটিরপাড়া কালিকুমার উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত জনসভায় প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন।
জামায়াত আমির বলেন, এদেশে ফ্যাসিস্ট সরকারের প্রেতাত্তাগণ এখনও গুরুত্বপূর্ণ স্থানে রয়েছেন। যারা বিগত দিনে দিনের ভোট রাতে আর ভোটারবিহীন একটি সরকার তৈরি করেছেন তাদের দিয়ে আমরা আগামী নির্বাচন মানবো না। তাই তাদের নির্বাচন থেকে বিরত রাখার আহ্বান জানান তিনি।
তিনি বলেন, ২৪‘র জুলায়-আগষ্টে এই জাতিকে একাটা ধাক্কা দেওয়া হয়েছে। আরেকটি ধাক্কা এই জাতিকে দিতে হবে। অধিকার প্রতিষ্ঠা করার জন্য ভোটার তালিকা সংশোধন করতে হবে। ভুয়া ভোটার বাদ দিতে হবে। মৃত ভোটারদের চিহ্নিত করে ভোটার তালিকা থেকে বাদ দিতে হবে। যে সমস্ত লোকেরা ভোটার হয়েছে, কিন্তু নাম তালিকাভুক্ত হয়নি। এছাড়া রেমিটেন্স যোদ্ধাদের ভোটার তালিকায় অন্তর্ভুক্তির দাবিও জানান তিনি।
নরসিংদী জেলা শাখার আমির মাওলানা মোসলেহ উদ্দিনের সভাপতিত্বে জনসভায় আরও বক্তব্য রাখেন- কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা রফিকুল ইসলাম খান, কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য সাইফুল আলম খান মিলন, কেন্দ্রীয় কর্ম পরিষদ সদস্য আ ফ ম আব্দুস সাত্তার, আব্দুল জব্বার ও জেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা আমজাদ হোসেন।