জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানের পর তরুণদের রাজপথে সোচ্চার থাকার তাগিদ দিয়েছেন আমার দেশ সম্পাদক মাহমুদুর রহমান। তিনি বলেছেন হাসিনার পতনের পর রাজপথ ছেড়ে দেয়ার কারণে আধিপত্যবাদী ভারত দেশকে অস্থিতিশীল করতে নানা অস্থিরতা তৈরি করছে।
শনিবার সন্ধ্যায় শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে আধিপত্যবাদ বিরোধী জাতীয় কনভেনশন এ প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
বিপ্লবী সাংস্কৃতিক মঞ্চ শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় শাখা আয়োজিত কনভেনশনে উপস্থিত ছাত্র শিক্ষক ও সুধিজনের নানা প্রশ্নের জবাবে আমার দেশ সম্পাদক মাহমুদুর রহমান বলেন, জাতিসংঘের প্রতিবেদন প্রকাশের পর হাসিনা ও আওয়ামী লীগের রাজনৈতিক কবর রচিত হয়েছে।
তিনি বলেন, ৩২ নম্বর বাড়ি ছাত্র-জনতা ইতিহাসের অমোঘ নিয়মে ভেঙে দিয়েছে, কেননা সেখানে মুজিববাদের মন্দির বানানো হয়েছিল। এই ঘটনার মাধ্যমে আবারো প্রমাণিত হয়েছে আওয়ামী লীগের রাজনীতিতে পুনর্বাসনের কোনো সম্ভবনা নেই।
মাহমুদুর রহমান বলেন, আওয়ামী লীগ কতটা নির্লজ্জ ও বেহায়া হলে নিউইয়র্কে মোদিকে স্বাগত জানিয়ে বলতে পারে, আমাদের বাঁচান। গত ১৫ বছরে আওয়ামী লীগ ছোট ছোট ছেলে মেয়েদের শিক্ষা প্রতিষ্ঠানে শেখ মুজিবের ছবি প্রণাম করা শিখিয়েছে। ছাত্র তরুণরা সাহসের সাথে ৫ আগস্টের পর হাসিনা ও তার বাবাকে আস্তাকুঁড়ে নিক্ষেপ করেছে।