রবিবার, ২৭ এপ্রিল ২০২৫, ০২:৫৬ পূর্বাহ্ন

আফগানিস্তানে আত্মঘাতী বোমা হামলায় নিহত ৫

রিপোটারের নাম / ৮৪ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : বুধবার, ১২ ফেব্রুয়ারী, ২০২৫

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ : ১১ ফেব্রুয়ারি ২০২৫, ১৭: ৫০

আফগানিস্তানের কুন্দুজ প্রদেশে আত্মঘাতী বোমা হামলায় পাঁচজন নিহত হয়েছেন। আহত হয়েছেন অন্তত সাতজন।

স্থানীয় পুলিশ জানিয়েছে, মঙ্গলবার স্থানীয় সময় সকাল সাড়ে ৮টায় কাবুল ব্যাংকের একটি শাখার সামনে এই বিস্ফোরণ ঘটে। তবে এখনো পর্যন্ত কোনো গোষ্ঠী এই বিস্ফোরণের দায় স্বীকার করেনি। এ হামলায় ব্যাংকের নিরাপত্তাকর্মী, বেসামরিক নাগরিক এবং আফগানিস্তান নিয়ন্ত্রিত তালেবান গোষ্ঠীর এক সদস্যসহ মোট পাঁচজন নিহত হয়েছেন। আত্মঘাতী বোমা হামলাকারীও বিস্ফোরণে নিহত হয়েছেন বলে জানিয়েছে পুলিশ।

কুন্দুজ প্রদেশের পুলিশের মুখপাত্র জুমাদিন খাকসার জানিয়েছেন, ঘটনার কারণ অনুসন্ধান ও অপরাধীদের ধরতে পুলিশ ও সংশ্লিষ্ট বাহিনী একসঙ্গে কাজ শুরু করেছে। তদন্তে ২০২১ সালের আগস্টে আমেরিকা আফগানিস্তান থেকে তাদের বাহিনী প্রত্যাহার করে নেওয়ার পর এবং সমর্থিত সরকারকে তালেবানরা উৎখাত করার পর থেকে আফগানিস্তানে বোমা বিস্ফোরণ এবং আত্মঘাতী হামলার সংখ্যা উল্লেখযোগ্য হারে কমেছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ