চ্যাম্পিয়নস ট্রফির সর্বশেষ আসরে শেষ চারের টিকিট কেটেছিল বাংলাদেশ। এ টুর্নামেন্টে এটাই এখন পর্যন্ত সেরা সাফল্য টাইগারদের। তবে এবার একধাপ এগিয়ে ফাইনাল খেলে শিরোপা জিততে চায় বাংলাদেশ। অধিনায়ক নাজমুল হোসেন শান্ত জানালেন সেই লক্ষ্যের কথা। আগামীকাল ঢাকা ছাড়বে দেশের ক্রিকেটাররা। আজ মিরপুরের শেরেবাংলা স্টেডিয়ামে সংবাদ সম্মেলনে শিরোপায় চোখ রেখে শান্ত বলেন, ‘আমরা চ্যাম্পিয়ন হওয়ার লক্ষ্যে যাচ্ছি।’
নতুন মিশনকে সামনে রেখে বাড়তি কোনো চাপ অবশ্য অনুভব করছেন না শান্ত। নির্ভার থেকে অধিনায়ক বলেন, ‘আমার কাছে বাড়তি চাপ মনে হয় না। ৮ দলই ডিজার্ভ করে চ্যাম্পিয়ন হওয়ার। আমাদের দলের ঐ সামর্থ্য আছে আমি বিশ্বাস করি। বাড়তি চাপ কেউ অনুভব করবে না। সবাই এটাই (চ্যাম্পিয়ন হতে) চায় মনেপ্রাণে, বিশ্বাস করে নিজেদের সামর্থ্য আছে।’
শান্তর দৃঢ় বিশ্বাস, দল লক্ষ্যে পৌঁছতে পারবে ‘আমাদের রিজিকে আল্লাহ কী লিখে রেখেছেন জানি না। আমরা মেহনত করছি, সততার সঙ্গে কাজ করছি। প্রত্যেকে বিশ্বাস করি লক্ষ্যে পৌঁছাতে পারব।’
আগের আসরে সেমিফাইনালে খেলার সুখস্মৃতি থেকে অনুপ্রেরণা খুঁজে নিচ্ছেন শান্ত, ‘লাস্ট যে চ্যাম্পিয়নস ট্রফির আসরে আমরা খেলেছিলাম, ভালো একটা স্মৃতি ছিল। সেমিফাইনাল খেলেছিলাম, অবশ্যই এটা একটা বাড়তি অনুপ্রেরণা দেবে আমাদের।’
সাকিব আল হাসান দলে না থাকায় তাকে কি মিস করবেন? উত্তরে শান্ত বলেন, ‘হ্যাঁ অবশ্যই মিস করবো।’