ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের মাধ্যমে এক নতুন বাংলাদেশের জন্ম হয়েছে। আওয়ামী লীগের লুটেরাদের পতন আমাদের সংগ্রাম আর লড়াইয়ের ফসল। হাজারো শহীদের রক্তের বিনিময়ে আওয়ামী লীগের পতনের পর চাঁদাবাজির আর কোনো রাজনীতি বাংলাদেশে ঠাঁই পাবে না বলে দাবি করেছেন এবি পার্টির সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ।
শুক্রবার আমার বাংলাদেশ পার্টি (এবি পার্টি) নরসিংদী জেলার পলাশ উপজেলা শাখার উদ্যোগে ডাংগা ইউনিয়নের ইসলামপাড়া বাজারে আয়োজিত এক জনসভায় তিনি এ দাবি করেন।
পলাশ উপজেলা আহ্বায়ক মোহাম্মদ কাজল মিয়ার সভাপতিত্বে ও যুগ্ম সদস্য সচিব হাসিবুর রহমানের সঞ্চালনায় সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এবি পার্টির যুগ্ম সাধারণ সম্পাদক আনোয়ার সাদাত টুটুল, সহকারী দপ্তর সম্পাদক আব্দুল হালিম নান্নু, সহকারী অর্থ সম্পাদক আবু বকর সিদ্দিক, পল্টন থানা আহ্বায়ক আব্দুল কাদের মুন্সি ও কেন্দ্রীয় কমিটির সদস্য ব্যারিস্টার ইরতিকা উদ্দিন।
ব্যারিস্টার ফুয়াদ বলেন, নাগরিক অধিকার প্রতিষ্ঠার অঙ্গীকার নিয়ে এবি পার্টি প্রতিষ্ঠিত হয়েছে। আপনাদেরও নাগরিক অধিকার সম্পর্কে সচেতন হতে হবে। ভোটের আগে যেসব প্রার্থী আপনাদের চা, পান খাওয়াবে, কিছু টাকা গুজে ভোট নেওয়ার চেষ্টা করবে মনে করবেন তারা গণশত্রু। ভোটের পর তারাই জবর দখল করবে, লুটপাট করে আখের গোছাবে।
তিনি বলেন, নতুন বাংলাদেশে আর কোনো চাঁদাবাজ লুটেরাদের রাজনীতি করতে দেওয়া হবে না। আগামীর রাজনীতি হবে বাংলাদেশ বিনির্মাণের নতুন রাজনীতি।
বিশেষ অতিথির বক্তব্যে আনোয়ার সাদাত টুটুল বলেন, আমার বাংলাদেশ পার্টি সেবা ও সমস্যা সমাধানের রাজনীতি নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছে। তিনি স্থানীয় বিভিন্ন সমস্যা উপস্থাপন করে বলেন আমরা আপনাদের সমস্যাগুলো সরকারের নিকট উপস্থাপন করবো এবং অবিলম্বে কিভাবে স্থানীয় জনগণের সমস্যা সমাধান করা যায় তার উদ্যোগ নেওয়া হবে।
আনোয়ার সাদাত টুটুল পলাশ অঞ্চলের বিভিন্ন শিল্প প্রতিষ্ঠানে চাঁদাবাজি ও নানা হয়রানির কথা তুলে ধরে বলেন, আপনারা দলে দলে এবি পার্টির হাতকে শক্তিশালী করেন। আমরা পার্টির পক্ষ থেকে চাঁদাবাজি, সন্ত্রাস ও অপরাধ কর্মকাণ্ডের বিরুদ্ধে আপনাদের সাথে নিয়ে তীব্র প্রতিরোধ গড়ে তুলবো ইনশাআল্লাহ।