ভালোবাসা দিবস ঘিরে ব্যস্ত সময় কেটেছে শোবিজ অঙ্গনে। নাটক নির্মাণের হিড়িক পড়ায় যেন দম ফেলার সময় পাননি তারকারা। তাদের ভিড়ে বহু ভালোবাসার নাটকে কাজ করেছেন সময়ের জনপ্রিয় জুটি নিলয় আলমগীর ও জান্নাতুল সুমাইয়া হিমি।
নাটকটি বানিয়েছেন সোহেল রানা ইমন। হামেদ হাসান নোমানের রচনায় এ নাটকের নাম ‘সাতদিন আগে আর পরে’। এতে আরও অভিনয় করেছেন আব্দুল্লাহ রানা, চিত্র লেখা গুহ, রকি, ইমরান, মারুফ মিঠু, রোশনী ও অনেকে।
রিজভী চরিত্রে অভিনয় করেছেন নিলয় আর নীলা চরিত্রে হাজির হবেন হিমি। দুজনই এই নাটকটি নিয়ে বেশ আশাবাদী। ১৪ ফেব্রুয়ারি রাত ৮টায় নাটকটি প্রচার হবে আরটিভিতে।
পরিচালক বলেন, সামান্য মাথাব্যথা নিয়েই রিজভীর জীবন আমূল বদলে দেয়। ডাক্তারের কাছ থেকে রিজভী জানতে পারেন তিনি আর সাতদিন বাঁচবেন। প্রথমে বিশ্বাসই করতে পারছিলেন না। কিন্তু তাকে গ্যারান্টি দিয়ে মৃত্যুর সংবাদটা দেন ডাক্তার।
এই সাতদিনে কী করবেন রিজভী । কত স্বপ্ন তার মনে। ১০ দিন পর প্রেমিকা নীলার সঙ্গে তার বিয়ে। সুখের সংসার হবে। নীলা আর বাবা-মাকে নিয়ে তার বোনা সব স্বপ্নই যেন এক রিপোর্টে শেষ। এভাবেই চলতে থাকে নানা মজার ঘটনা।