গণহত্যার দায়ে জাতীয় নির্বাচনের আগেই আওয়ামী লীগের নিবন্ধন বাতিল করতে হবে। গণতান্ত্রিক প্রক্রিয়ার মাধ্যমেই এটি করতে হবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জাতীয় সাংবাদিক ফোরাম (বি, এন, জে, এফ) সাংবাদিক কল্যাণ ও মানবাধিকার সংগঠনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান সাংবাদিক ও মানবাধিকার কর্মী এ. এস. এম জিয়াহায়দার। শুক্রবার (১৪ ফেব্রুয়ারি) দুপুরে জাতীয় প্রেসক্লাবে সংগঠনের সম্মেলনের এক আলোচনায় সভায় এ কথা বলেন তিনি।আওয়ামী বিরুধী সকল দল,মত কে নিধন নিশ্চিন্ন করতে খুনী হাসিনা এমন কোন ফ্যাসিবাদী অপকর্ম না্ই যে বাকি রেখেছেন করতে। বলেন, আয়নাঘরে আটকে রেখে হত্যা ও নির্যাতনের চিত্র জাতিসংঘের রিপোর্টে উঠে এসেছে। এখন আর আওয়ামী লীগের রাজনীতি করার কোন প্রকার অধিকার নাই। বিচারের মধ্য দিয়ে একে একে ফাঁসির মঞ্চে যেতে তাদের প্রস্তুত থাকতে হবে। এ সময় আওয়ামীলিগের বিচারের দাবিতে, রাজনীতি নিষিদ্ধের দাবিতে, রাজনৈতিক নিবন্ধন বাতিলের দাবিতে সকলকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বানও জানান তিনি।সামাজিকভাবে প্রত্যেক পাড়ায়, প্রত্যেক মহল্লায় আওয়ামী দোসরদের চিন্হিত করে প্রতিহত করতে হবে। আমাদের ঐক্যের জায়গা গড়ে তুলতে হবে। এ সময় দেশ ও জাতীর প্রতি বাংলাদেশ জাতীয় সাংবাদিক ফোরাম (বি, এন, জে, এফ) সাংবাদিক কল্যাণ ও মানবাধিকার সংগঠন এর কেন্দ্রীয় কমিটির নেতৃবৃন্দ থেকে শুরু করে থানা,উপজেলা,জেলা,মহানগর,বিভাগীয় নেতৃবৃন্দের প্রতি ও সারা-বাংলাদেশের সাংবাদিক সংগঠন ও মানবাধিকার সংগঠন গুলি কে আওয়ামী রাজনৈতিক নিবন্ধন বাতিলের দাবিতে ঐক্য থাকার আহবান জানান, অত্র সংগঠন কে আরো শক্তিশালী করার আহবান জানান , অত্র সংগঠন ও নিজের জন্য দেশবাসীর নিকট দোয়া চান।যেনো আমৃত্যূ পর্যন্ত সাংবাদিক ও মানবাধিকার কল্যাণে কাজ করে যেতে পারি।