রবিবার, ২৭ এপ্রিল ২০২৫, ০৩:৪২ পূর্বাহ্ন

আ. লীগের ফেরা ঠেকাতে পারে জুলাই ঐক্য

রিপোটারের নাম / ৪৪ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : শনিবার, ২২ মার্চ, ২০২৫

প্রকাশ : ২২ মার্চ ২০২৫, ১১: ০৭

তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মাহফুজ আলম বলেছেন, ছাত্র-জনতার জুলাই ঐক্যই পারবে আওয়ামী লীগের ফিরে আসা ঠেকিয়ে দিতে। অভ্যুত্থানের শক্তির মধ্যকার বিরোধ ভুলে ঐক্যবদ্ধ হোন।

গতকাল শুক্রবার নিজের ভেরিফায়েড ফেসবুকে এক পোস্টে তথ্য ও সম্প্রচার উপদেষ্টা এসব কথা বলেন।

মাহফুজ আলম পোস্টে লিখেছেন, কোনো কোনো অ্যাডভাইজারের পক্ষ-বিপক্ষ কখন তৈরি করা হলো? কার কার পদত্যাগ চাওয়া হলো আর কাকে কাকে ইসলামবিদ্বেষী, নাস্তিক বানানো হলো? কেনইবা বানানো হলো? উত্তর হিসেবে বিশেষ কারো নাম গুরুত্বপূর্ণ নয়। আর সবই অন্যরা করল, আমাদের কোনো দোষ নেই, তা-ও নয়। কিন্তু ষড়যন্ত্র হয়েছিল এবং এখনো চলমান! তবু চলুন বিচার ও সংস্কারের পক্ষে কাজ করি। চলুন, শহীদ-আহতদের স্পৃহা ও চৈতন্যের বাংলাদেশ তৈরি করতে আগুয়ান হই। এখনো সময় শেষ হয়নি! সবার জন্য শুধরানোর মতো সময় এখনো আছে! জুলাইয়ের মতো করে আওয়ামী লীগের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হওয়ারও সুযোগ রয়েছে! চলুন, ছাত্ররা এক হোন/হই আবার। আমাদের বিরুদ্ধে, এ প্রজন্মের বিরুদ্ধে, ‘বাচ্চাকাচ্চাদের’ বিরুদ্ধে ষড়যন্ত্র হয়েছে। এটাই সত্য! আপনারা রুখে দাঁড়ান এবং জবাবদিহি ও সুবিচারের রাষ্ট্র গঠনে আবার ঐক্যবদ্ধ হোন। একমাত্র ছাত্র-জনতার জুলাই ঐক্যই পারবে আওয়ামী লীগের ফিরে আসাকে ঠেকিয়ে দিতে।

উপদেষ্টা আরো লেখেন, বাংলাদেশকে এগিয়ে নিতে পুরোনো বন্দোবস্তের সব কলকবজা বিকল করেই এগোতে হবে। না হলে কিছুই দীর্ঘমেয়াদে টিকবে না। জুলাই প্রজন্মের একাংশ এস্টাবলিশমেন্টের ফাঁদে পড়েছে, বিভিন্ন সেগমেন্টের ন্যায্য ক্ষোভকে একে অপরের বিরুদ্ধে দাঁড়াতে ব্যবহার করা হয়েছে। আমাদের একে অপরের বিরুদ্ধে দাঁড় করানো হয়েছে যাতে এস্টাবলিশমেন্ট অক্ষত থাকে। আর সেটা আছেও বটে! তাই আমাদের প্রজন্মের সব আবেগকেই আওয়ামী লীগ প্রশ্নে, বিচারের প্রশ্নে, সংস্কারের প্রশ্নে নিবদ্ধ করা এবং এস্টাবলিশমেন্টের পালটা সেটেলমেন্ট গড়ার কাজে লাগানো উচিত। জুলাই প্রজন্ম জিন্দাবাদ! ছাত্র-জনতার জুলাই ঐক্য জিন্দাবাদ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ