১২ ফেব্রুয়ারি ২০২৫, ০৭:২৫ পিএম | আপডেট: ১২ ফেব্রুয়ারি ২০২৫, ০৭:২৫ পিএম
ফ্যাসিস্ট আওয়ামী লীগের বিচার ও নিষিদ্ধের দাবিতে এবার সারাদেশে ‘খাটিয়া’, ঢাকায় ‘কফিন’ মিছিলের ডাক দিয়েছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন।
বুধবার (১২ ফেব্রুয়ারি) বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ তার ভেরিফায়েড সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক পেজে এ ঘোষণা দেন।
গাজীপুরে সাবেক মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হকের বাড়িতে হামলার শিকার গুরুতর আহত বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কাশেম খান চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। তার মৃত্যুতে সারাদেশে জেলা, উপজেলা, ইউনিয়ন, গ্রামে গায়েবানা জানাযা ও আওয়ামী লীগের বিচার ও নিষিদ্ধের দাবিতে খাটিয়া মিছিলের ডাক দিয়েছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন।
স্ট্যাটাসে তিনি লিখেছেন, গাজীপুরে আওয়ামী সন্ত্রাসীদের হাতে শহীদ বীর কাশেমের জানাযা ৯.০০ টায় কেন্দ্রীয় শহীদ মিনারে অনুষ্ঠিত হবে। জানাযার পরে আওয়ামীলীগের বিচার ও নিষিদ্ধের দাবিতে কফিন মিছিল হবে শহীদ মিনার থেকেই।একইসঙ্গে সারাদেশে প্রত্যেক জেলা, উপজেলা, ইউনিয়নে, গ্রামে শহীদ বীর কাশেমের গায়েবানা জানাযা এবং আওয়ামীলীগের বিচার ও নিষিদ্ধের দাবিতে খাটিয়া মিছিল। সবাই নিজেদের নির্ধারিত সময়ে পালন করবে।
পরে অপর এক পোস্টেও আওয়ামী লীগের নিষিদ্ধের দাবি জানান হাসনাত আব্দুল্লাহ। নিজের ভেরিফায়েড ফেসবুক আইডি থেকে ‘#ব্যান আওয়ামী লীগ’ লিখে পোস্ট করেন তিনি।
এর আগে পৌনে চারটায় তিনি আরেক পোস্টে লেখেন, আয়নাঘর, হাসিনার হত্যা, পালটা বিপ্লবে আমার ভাই শহিদ কাশেমের মৃত্যু হয়েছে। অনেক হয়েছে আর না। এখন আর কোনো পিছুটান নেই। আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে।
ফেসবুকে পোস্ট দিয়ে অনেকেই ‘#ব্যান আওয়ামী লীগ’ লিখে আওয়ামী লীগ নিষিদ্ধের দাবি জানিয়েছেন।
মুহাম্মাদ রাকিব ইবাদ নামে একজন ব্যবহারকারী প্রধান উপদেষ্টার আয়নাঘরের ছবি সংবলিত একটি পোস্ট শেয়ার করে লিখেছেন, আয়নাঘরের কিছু স্থীর চিত্র, নিকৃষ্ট সৈরাচার কত মানুষকে জানি এর মধ্যে গুম রেখেছে আর কতজনকে দুনিয়া থেকে বিদায় করেছে আল্লাহ ভালো জানেন। আওয়ামী লীগকে নিষিদ্ধের জন্য এই আয়নাঘর যথেষ্ট।
সাদিকুর রহমান খান লিখেছেন, আয়নাঘরের প্রতিশোধ আমরা আজকেই চাই। আজ এই আর্তনাদ স্লোগানের আগুন হয়ে ঝড়বে। সেই আগুনে আজ আওয়ামীলীগ নামের এই দানবটাকে পুড়াইয়া ফেলতে হবে। ৫ জুলাই এর পর আওয়ামীলীগ আজ আমার আরো এক ভাইকে শহীদ করে দিয়েছে গাজীপুরে। এই রক্তের হিসাব আজ সরকারকে দিতে হবে।
তিনি আরও লিখেন, কেন্দ্রীয় শহীদ মিনারে জানাজা হবে। এরপর কফিন নিয়ে সেই কফিন রাখবেন ইন্টেরিম সরকারের দরবারে। আজ এই রক্তের হিসাব না করে কোন লাশ দাফন হবে না। এই রক্তের বদলা হিসেবে আওয়ামীলীগ নিষিদ্ধ যদি না করা হয়, যদি আর এক মুহূর্ত দেরি করা হয়, যদি কোন ধানাই পানাই এর চেষ্টা করা হয়, তাইলে আমরাও বুক পাইতা দিবো। হয় আওয়ামীলীগ থাকবে নাহয় আমরা থাকবো।
এর বাইরে সেকেন্ড কোন অপশন নাই উল্লেখ করে সাদিকুর লিখেছেন, গত ৬ মাস আমরা ঘুমাই না। গত ৬ মাস এক ভয়ঙ্কর দুঃস্বপ্ন নিয়ে আমরা বেঁচে আছি। আজ আবারও আমাদের কাঁধে আমার ভাইয়ের লাশ। এরপরে আর কোন কথা থাকতেই পারে না। আওয়ামীলীগ নিষিদ্ধ করে আমাদের এই দুঃস্বপ্নের শেষ করেন। নাহলে সরকারে থাইকা কেমনে আরামে ঘুমান, সেইটা আমরা দেইখা নিবো। আমাদের জিততেই হবে। ফেরার সব রাস্তা বন্ধ করেই আমরা আসতেছি। ইনকিলাব জিন্দাবাদ।