সোমবার, ২৮ এপ্রিল ২০২৫, ০২:১২ অপরাহ্ন

আ.লীগ নেতা আমু ও পরিবারের দেশত্যাগে নিষেধাজ্ঞা

রিপোটারের নাম / ৮৭ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : সোমবার, ৩ মার্চ, ২০২৫

স্টাফ রিপোর্টার
প্রকাশ : ০২ মার্চ ২০২৫, ১৬: ৪০
আপডেট : ০২ মার্চ ২০২৫, ১৭: ২৪

আওয়ামী লীগ নেতা ও সাবেক মন্ত্রী আমির হোসেন আমু, তার স্ত্রী সাঈদা হক ও মেয়ে সুমাইয়া হোসেনের নামে থাকা ৪৪টি ব্যাংক হিসাব অবরুদ্ধের আদেশ দিয়েছেন আদালত।

রোববার ঢাকা মহানগর সিনিয়র স্পেশাল জজ জাকির হোসেন গালিবের আদালত এ আদেশ দেন। এর আগ মামলার অনুসন্ধানকারী কর্মকর্তা দুদকের সহকারী পরিচালক আবুল কালাম আজাদ তাদের ব্যাংক হিসাব অবরুদ্ধ চেয়ে আবেদন করেন।

দুদকের আবেদনে বলা হয়, আমির হোসেন আমু ঘুষ, নিয়োগ বাণিজ্য, টেন্ডার বাণিজ্য, বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির মাধ্যমে সরকারি প্রকল্পের অর্থ আত্মসাৎ করেন। তিনি এসব অর্থ পাচারসহ নিজ নামে ও পরিবারের সদস্যদের নামে জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জন করেছেন। এমন অভিযোগ দুর্নীতি দমন কমিশন তার ও পরিবারের বিরুদ্ধে অনুসন্ধান চলমান রয়েছে।

অনুসন্ধানকালে জানা গেছে আমীর হোসেন আমু, তার স্ত্রী সাঈদা হক ও মেয়ে সুমাইয়া হোসেন পলাতক অবস্থায় তাদের ব্যাংক হিসাব থেকে টাকা উত্তোলন ও স্থানান্তর করার চেষ্টা করছেন।

আমুসহ অভিযোগ সংশ্লিষ্ট ব্যক্তিরা যাতে নিজ নামে অর্জিত জ্ঞাত আয় বহির্ভূত অস্থাবর সম্পদ উত্তোলন ও স্থানান্তর করতে না পারে সেজন্য ব্যাংক হিসাব অবরুদ্ধ করা প্রয়োজন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ