প্রকাশিত: ২২:২৩, ১৩ ফেব্রুয়ারি ২০২৫; আপডেট: ২৩:৩০, ১৩ ফেব্রুয়ারি ২০২৫
তিনি এক ইন্টারভিউয়ে সাংবাদিকদের মুখোমুখি হলে ফ্যাসিস্ট আওয়ামী লীগের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করে বলেন, “কোন আওয়ামী লীগ, ছাত্রলীগ পরিবারের সদস্যদের সাথে আত্মীয়তা করবেন না। এরা মারা গেলে, যদি তওবা না করে, তাদের জানাযায় শরিক হবেন না। কারণ, এরা যে পরিমাণ জুলুম করছে, তারা দেশের শত্রু, জাতির শত্রু, ইসলামের শত্রু, এবং পুরো উম্মাহর শত্রু।”
রফিক মাদানি আরও বলেন, “অতএব, আওয়ামী লীগ এবং তাদের মত ফ্যাসিস্টদের এখন সামাজিকভাবে বয়কট করা সময় এসেছে। এইদের রাষ্ট্রীয়ভাবে শাস্তির আওতায় আনা উচিত। আমি অনলাইনে ঘোষণা দিয়েছি, যে কেউ যদি আওয়ামী লীগের সদস্য হয় এবং তওবা না করে ফিরে না আসে, আমি তাদের সাথে আর কোনো সামাজিক সম্পর্ক রাখব না।” এরা মানুষ না ফেরাউনের বংশধর।