ত্রয়োদশ সংসদ নির্বাচনের প্রস্তুতির মধ্যে জাতিসংঘ উন্নয়ন কর্মসূচি-ইউএনডিপিসহ ১৮টি উন্নয়ন সহযোগী দেশের রাষ্ট্রদূতদের সঙ্গে বৈঠকে বসেছে নির্বাচন কমিশন। বৈঠকটি মঙ্গলবার বেলা ১১টায় নির্বাচন ভবনে শুরু হয়েছে বলে জানিয়েছেন ইসির জনসংযোগ পরিচালক শরিফুল আলম।
বৈঠকে প্রধান নির্বাচন নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিন, নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাছউদ, বেগম তাহমিদা আহমদ, আনোয়ারুল ইসলাম সরকার, আবুল ফজল মো. সানাউল্লাহ এবং ইসি সচিব আখতার আহমেদ অনুষ্ঠানে উপস্থিত রয়েছেন। এ এম এম নাসির উদ্দিন নেতৃত্বাধীন ইসির সঙ্গে সব উন্নয়ন সহযোগীর একসঙ্গে এটিই প্রথম বৈঠক।