কলেজে সুপারিশপত্র নিতে এসে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের ইডেন কলেজ শাখার সাংগঠনিক সম্পাদক বৈশাখীকে আটক করা হয়েছে।
মঙ্গলবার দুপুরে কলেজে এই সুপারিশপত্র তুলতে এলে তাকে কলেজের ভেতর অবরুদ্ধ করে রেখে পুলিশে খবর দেন সাধারণ শিক্ষার্থীরা। খবর পেয়ে পুলিশ তাকে আটক করে।
আটকের বিষয়টি নিশ্চিত করেছেন লালবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাশৈনু।
ওসি বলেন, ছাত্রলীগের ইডেন কলেজ শাখার সাংগঠনিক সম্পাদক বৈশাখীকে আটক করা হয়েছে। সে কলেজে সুপারিশপত্র তুলতে গিয়েছিল বলে আমরা জানতে পেরেছি। পরে তাকে শিক্ষার্থীরা আটক করে আমাদের খবর দেয়। পরে আমরা গিয়ে তাকে আটক করে থানায় নিয়ে আসি।
বৈশাখী আক্তার কলেজটির মাকের্টিং বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী। তার বিরুদ্ধে জুলাই আন্দোলনে শিক্ষার্থীদের ওপর হামলা, হলে সিট-বাণিজ্যসহ একাধিক অভিযোগ রয়েছে। জুলাই আন্দোলনে শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনায়ও তার নাম উঠে আসে। আটকের পরে শিক্ষার্থীরা তার শাস্তির দাবিতে বিভিন্ন স্লোগান দিতে থাকেন।
এবিষয়ে কলেজটির অধ্যক্ষ অধ্যাপক ড. শামছুন নাহার বলেন, আমি জানতে পরেছি ইডেন কলেজ শাখা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক বৈশাখী কলেজে এলে শিক্ষার্থীরা তাকে প্রথমে আটকে রাখে। পরে আটক করে পুলিশ তাকে লালবাগ থানায় নিয়ে যায়।