মঙ্গলবার, ২৯ এপ্রিল ২০২৫, ১২:৪০ পূর্বাহ্ন

‘ইন্ডিয়া টুডে’র মিথ্যা প্রতিবেদনের প্রতিবাদ জানাল বাংলাদেশ সেনাবাহিনী

রিপোটারের নাম / ৫১ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : মঙ্গলবার, ২৫ মার্চ, ২০২৫

স্টাফ রিপোর্টার
প্রকাশ : ২৫ মার্চ ২০২৫, ১৯: ২৮
আপডেট : ২৫ মার্চ ২০২৫, ২০: ২৬

ইন্ডিয়া টুডে’র সম্পাদকীয় নীতিতে সত্যের বদলে সেন্সেশনালিজম প্রাধান্য পাচ্ছে যা দুঃখজনক । মঙ্গলবার আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) থেকে এই প্রতিক্রিয়া জানানো হয়েছে।

আইএসপিআরের এক বিবৃতিতে বলা হয়, ‘বাংলাদেশ সেনাবাহিনীর নিয়মিত অনুষ্ঠিত হওয়া সভাকে কেন্দ্র করে ইন্ডিয়া টুডে পুনরায় মিথ্যা ও বানোয়াট তথ্যের ভিত্তিতে একটি প্রতিবেদন প্রকাশ করেছে, যা আমাদের নজরে এসেছে।

মঙ্গলবার প্রকাশিত ‘‘প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনুসের বিরুদ্ধে অভ্যুত্থানের সম্ভাবনা নিয়ে জরুরি বৈঠক করেছে বাংলাদেশ সেনাবাহিনী” শীর্ষক প্রতিবেদনটি সাংবাদিকতার নীতিহীনতা ও এক সময়ের স্বনামধন্য সংবাদমাধ্যমের ভিত্তিহীন গুজব ছড়ানোর চরম উদাহরণ।

এই প্রতিবেদনে কোনো বিশ্বস্ত সূত্র বা যাচাইযোগ্য প্রমাণ ছাড়াই বাংলাদেশ সেনাবাহিনী সম্পর্কে অহেতুক গুজব ছড়ানোর চেষ্টা করা হয়েছে। প্রতিবেদনে উপস্থাপিত তথ্য সম্পূর্ণ ভিত্তিহীন এবং “আসন্ন অভ্যুত্থান”-এর দাবি একেবারেই প্রতারণামূলক। ইন্ডিয়া টুডে প্রতিনিয়ত সংবাদের সত্যতা যাচাই না করেই এবং সংবাদ মাধ্যমের দায়িত্বশীলতার পরিচয় না দিয়ে ভ্রান্ত এবং ‘চাঞ্চল্যকর’ তথ্য ছড়াচ্ছে তা সত্যিই উদ্বেগজনক।

এর আগেও ইন্ডিয়া টুডে বাংলাদেশ সেনাবাহিনী সম্পর্কে মিথ্যা তথ্য প্রকাশ করেছে। ২০২৫ সালের ১১ মার্চ আমরা একটি প্রতিবাদ জানিয়েছিলাম, যেখানে একই ধরনের ভুল ও বিভ্রান্তিকর প্রতিবেদন প্রকাশের ঘটনা উন্মোচিত হয়েছিল। ইন্ডিয়া টুডে’র সম্পাদকীয় নীতিতে সত্যের বদলে সেন্সেশনালিজম প্রাধান্য পাচ্ছে, যা দুঃখজনক।

বাংলাদেশ সেনাবাহিনী দেশ ও জনগণের সেবায় আত্মনিবেদিত এবং গণতন্ত্র ও শান্তির নীতি অটলভাবে সমর্থন করে। আমরা সকল গণমাধ্যমকে, বিশেষ করে ইন্ডিয়া টুডেকে দায়িত্বশীল সাংবাদিকতা চর্চা করতে এবং এমন অপ্রমাণিত ও ক্ষতিকর দাবি প্রকাশ থেকে বিরত থাকার আহ্বান জানাই, যা দুই দেশের জনগণের মধ্যে অপ্রয়োজনীয় বিভেদ ও অবিশ্বাস সৃষ্টি করে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ