কক্সবাজারের উখিয়ায় বাসের ধাক্কায় সিএনজিচালিত এক অটোযাত্রী নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরও পাঁচজন।
সোমবার বিকেলে কক্সবাজার-টেকনাফ সড়কের পানেরছড়া ঢালায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত রায়হান উখিয়ার রাজাপালং ইউনিয়নের উত্তর পুকুরিয়া গ্রামের আব্দুর রহমানের ছেলে। তিনি পেশায় ব্যবসায়ী ছিলেন।
রামু হাইওয়ে ক্রসিং থানার ওসি নাসির উদ্দিন জানান, পানেরছড়া ঢালায় একটি অটোরিকশাকে ধাক্কা দেয় পালকি পরিবহনের একটি বাস। এতে ঘটনাস্থলেই অটোযাত্রী রায়হান মারা যান। আহতদের উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। দুর্ঘটনাকবলিত গাড়ি দুটি উদ্ধার করা হয়েছে।