রবিবার, ২৭ এপ্রিল ২০২৫, ০৩:৪৪ পূর্বাহ্ন

উল্টোপথে এসে ২ বন্ধুর প্রাণ কাড়ল ট্রাক

রিপোটারের নাম / ৯৪ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : রবিবার, ১৬ ফেব্রুয়ারী, ২০২৫

জেলা প্রতিনিধি, মাদারীপুর
প্রকাশ : ১৬ ফেব্রুয়ারি ২০২৫, ০৮: ৩৬
আপডেট : ১৬ ফেব্রুয়ারি ২০২৫, ১০: ৪২

মাদারীপুরের শিবচরে ট্রাকচাপায় মোটরসাইকেল আরোহী দুই বন্ধু নিহত হয়েছেন। শনিবার রাতে উপজেলার পূর্ব সন্যাসীরচর এলাকায় প্রস্তাবিত সেনাবাহিনীর তেলের পাম্পের কাছে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- উপজেলার দ্বিতীয়খণ্ড ইউনিয়নের ঠেঙ্গামারা গ্রামের নুর মোহাম্মদের ছেলে লিমন ব্যাপারী ও মাদবরেরচর ইউনিয়নের বাখরেরকান্দি এলাকার রুস্তম হাওলাদারের ছেলে নয়ন। তারা দুজনই শিবচরের দত্তপাড়া ইউনিয়নের সূর্যনগর বাজারে মোটরসাইকেল গ্যারেজে কাজ করতেন।

শিবচর হাইওয়ে থানার ওসি জহিরুল ইসলাম বলেন, গ্যারেজ বন্ধ করে মোটরসাইকেলে বাড়ি ফিরছিলেন লিমন ও নয়ন। তেলের পাম্পের কাছে পৌঁছালে উল্টোপথে আসা একটি বালুবোঝাই ট্রাক তাদের চাপা দেয়। এতে ঘটনাস্থলেই লিমন নিহত হন। গুরুতর অবস্থায় ঢাকায় নেয়ার পথে নয়নও মারা যান।

ট্রাকটি উদ্ধার করা গেলেও চালক পালিয়ে গেছেন বলে জানিয়েছেন ওসি জহিরুল।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ