বুধবার, ৩০ এপ্রিল ২০২৫, ১১:৩৯ অপরাহ্ন

একটি গোষ্ঠী চায় না বাংলাদেশ স্থিতিশীল থাক: আইজিপি

রিপোটারের নাম / ৮৭ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : সোমবার, ২৪ ফেব্রুয়ারী, ২০২৫

রাজশাহী ব্যুরো
প্রকাশ : ২৪ ফেব্রুয়ারি ২০২৫, ১৯: ১০

বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) বাহারুল আলম বলেছেন, একটি গোষ্ঠী চায় না বাংলাদেশে স্থিতিশীল পরিবেশ বজায় থাক।

সোমবার রাজশাহীতে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এসব কথা বলেন তিনি।

তিনি আশ্বস্ত করেন, আইনশৃঙ্খলা পরিস্থিতির স্বাভাবিক রাখতে জোরালো পদক্ষেপ নেয়া হচ্ছে। মানবাধিকারের সমস্ত নীতিমালা মেনেই আমরা আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি ঘটাতে চাই।

রাজশাহী পিটিআই মিলনায়তনে এক কর্মশালার আয়োজন করে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। কর্মশালায় রাজশাহী বিভাগের আট জেলার বিচারক, জেলা প্রশাসক ও পুলিশ সুপারসহ প্রশাসনের কর্মকর্তারা অংশ নেন। বিশেষ অতিথি হিসেবে এ কর্মশালায় যোগ দেন আইজিপি বাহারুল আলম।

সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, অপরাধের সংখ্যা বেড়েছে, বিশেষ করে রাতকালীন ছিনতাই। ছিনতাই হচ্ছে বিষয়টি আমরা নোটিশে নিয়েছি। শুধু গত রাতে নয়, তার আগের রাতেও বেশ কয়েকটি ঘটনা ঘটেছে। আমরা এ বিষয়টি নিয়ে বিশেষ একটি ব্যবস্থা নেওয়ার সিদ্ধান্ত নিয়েছি। র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন, এন্টি ট্যারোরিজম ইউনিট ও ঢাকা মেট্রোপলিটন পুলিশের তিন সংস্থা মিলে নিবিড় টহলে থাকবে। আজকে থেকে এটা বাস্তবায়িত হবে আশা করছি। আমরা দেখি এভাবে পরিস্থিতি উন্নতি হয় কি না। এর পরও যদি না হয় তা হলে বিকল্প চিন্তা করবো।

ছিনতাইগুলোতে রাজনৈতিক কোনো সংশ্লিষ্টতা আছে কি না এমন প্রশ্নের উত্তরে তিনি বলেন, এটা তদন্তে বোঝা যাবে। গতকাল র‍্যাব একজন ছিনতাইকারীকে ধরেছে। সরাসরি ছিনতাইয়ের সময় নয় তবে তার আস্তানায় গিয়ে তাকে গ্রেপ্তার করেছে। তার থেকে চাপাতি, ছুরি, লাখ টাকা পাওয়া গেছে। বিষয়টি তদন্ত করা হচ্ছে।

অপারেশন ডেভিল হান্ট এর সফলতা সাংবাদিকরা জানতে চাইলে আইজিপি বলেন, ডেভিল হান্ট হচ্ছে যারা সন্ত্রাসী, সমাজ বিরোধী তাদের বিরুদ্ধে। আমরা শুরু করেছিলাম বেশ কিছুদিন আগে। সারা দেশব্যাপী এটা হচ্ছে। তবে এটি আরও জোরদার এবং সেনা সদস্য বাড়ানোর কথাও ভাবা হচ্ছে।

তিনি বলেন, ঢাকা মহানগরের ক্রাইম একটু ডিফারেন্ট। সারাদেশের চিত্রের সঙ্গে মেলে না। এটার জন্য আলাদা পরিকল্পনা গ্রহণের চেষ্টা করছি। আপনাদের সহযোগিতা আমাদের প্রয়োজন। আপনারা আমাদের জানান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ