প্রকাশ : ০৭ ফেব্রুয়ারি ২০২৫, ২২: ৩৪
একুশে পদক-২০২৫-এর জন্য মনোনীত হওয়ায় দৈনিক আমার দেশ সম্পাদক মাহমুদুর রহমানকে শুভেচ্ছা জানিয়েছেন তার সহকর্মিরা।
শুক্রবার রাজধানীর কারওয়ান বাজারে পত্রিকার কার্যালয়ে পৌঁছলে তাকে ফুলেল শুভেচ্ছা জানান প্রতিষ্ঠানটির সাংবাদিক, কর্মকর্তা ও কর্মচারীরা।
এ সময় উপস্থিত ছিলেন আমার দেশ-এর পরিচালক শাকিল ওয়াহেদ, নির্বাহী সম্পাদক সৈয়দ আবদাল আহমদ, ব্যবস্থাপনা সম্পাদক জাহেদ চৌধুরী, বার্তা সম্পাদক ইলিয়াস হোসেন, সহযোগী সম্পাদক আলফাজ আনাম, ডেপুটি চিফ রিপোর্টার আব্দুল বাছির জামাল, বিজ্ঞাপন ম্যানাজার চঞ্চল কুমার বিশ্বাস, সার্কুলেশন ম্যানেজার শামসুর রহমান প্রমুখ।
এর আগে বৃহস্পতিবার আমার দেশ সম্পাদক মাহমুদুর রহমানসহ ১৪ বিশিষ্ট নাগরিক ও জাতীয় নারী ফুটবল দলকে একুশে পদক ২০২৫-এর জন্য চূড়ান্তভাবে মনোনীত করা হয়। সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয় এ পদক ঘোষণা করে।
পদকের জন্য মনোনীতরা হলেন- শিল্পকলা (চলচ্চিত্র) আজিজুর রহমান (মরণোত্তর), শিল্পকলা (সংগীত) উস্তাদ নীরোদ বরণ বড়ুয়া (মরণোত্তর), শিল্পকলা (সংগীত) ফেরদৌস আরা, শিল্পকলা (আলোকচিত্র) নাসির আলী মামুন, শিল্পকলা (চিত্রকলা) রোকেয়া সুলতানা, সাংবাদিকতায় মাহফুজ উল্লাহ (মরণোত্তর), সাংবাদিকতা ও মানবাধিকার মাহমুদুর রহমান, সংস্কৃতি ও শিক্ষায় ড. শহীদুল আলম, শিক্ষায় ড. নিয়াজ জামান, বিজ্ঞান ও প্রযুক্তিতে মেহেদী হাসান খান, সমাজসেবায় মোহাম্মদ ইউসুফ চৌধুরী (মরণোত্তর), ভাষা ও সাহিত্যে কবি হেলাল হাফিজ (মরণোত্তর) ও শহীদুল জহির (মো. শহীদুল হক) (মরণোত্তর) এবং গবেষণায় মঈদুল হাসান। এ ছাড়া ক্রীড়ায় এবার একুশে পদক পাচ্ছে বাংলাদেশ জাতীয় নারী ফুটবল দল।