পতিত স্বৈরাচারের দোসররা এখনও রাষ্ট্রের বিভিন্ন জায়গায় বসে ষড়যন্ত্রে লিপ্ত বলে অভিযোগ করেছেন ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমিনুল হক।
সোমবার রাজধানীর কালসিতে ঢাকা মহানগর উত্তরের ক্যান্টনমেন্ট থানা বিএনপির ৩১ দফার ২৬তম সমাপনী কর্মশালায় তিনি এ অভিযোগ করেন।
ষড়যন্ত্রকারীদের রুখে দিতে সবাইকে দৃঢ় হাতে ঐক্যবদ্ধ হয়ে সামনে এগিয়ে যাওয়ার আহ্বান জানিয়ে আমিনুল হক বলেন, আমাদের সকলকে ঐক্যবদ্ধ থাকতে হবে। আগামীতে বাংলাদেশকে স্বৈরাচার মুক্ত করার লক্ষ্যে ও দেশে পরিপূর্ণ গণতন্ত্র প্রতিষ্ঠায় ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।