মঙ্গলবার, ২৯ এপ্রিল ২০২৫, ০১:২১ পূর্বাহ্ন

এনসিপির আত্মপ্রকাশ অনুষ্ঠানে যোগ দিচ্ছেন বিভিন্ন রাজনৈতিক দলের নেতা

রিপোটারের নাম / ৭৯ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : শুক্রবার, ২৮ ফেব্রুয়ারী, ২০২৫

স্টাফ রিপোর্টার
প্রকাশ : ২৮ ফেব্রুয়ারি ২০২৫, ১৫: ৪৮
আপডেট : ২৮ ফেব্রুয়ারি ২০২৫, ১৮: ২৭

জুলাই গণঅভ্যুত্থানের নেতৃত্ব দেওয়া তরুণদের নতুন রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আত্মপ্রকাশ বিকালে। বিএনপি থেকে যোগ দিবেন দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবীর রিজভী ও যুগ্ম মহাসচিব শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি। বিষয়টি নিশ্চিত করেছেন মিডিয়া সেলের সদস্য শায়রুল কবীর খান

এছাড়া যোগ দিয়েছে জামায়াতে ইসলামির সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার, ঢাকা মহানগর দক্ষিণের নুরুল ইসলাম বুলবুল, হেফাজতে ইসলামের নায়েবে আমির কাসেমী, ইসলামী আন্দোলনের, ইসলামী ঐক্যজোটের সহসভাপতি, এলডিপির শাহাদাত হোসেন সেলিম, বিকল্প ধারায় মহাসচিব বাদল।

মানিক মিয়া অ্যাভিনিউয়ে জাতীয় সংসদ ভবনের সামনের সড়কে নতুন দলের আত্মপ্রকাশ অনুষ্ঠানের জন্য মঞ্চের সামনে জুলাই গণঅভ্যুত্থানে শহীদ পরিবার ও আহতদের জন্য আসন রাখা হয়েছে। নতুন দলের নেতৃত্ব জুলাই শহীদ পরিবার ও আহতদের কাছে গণ শপথ নেওয়ার কথা রয়েছে।

এ ছাড়া ঢাকায় কর্মরত বিদেশি কূটনীতিক ও বিভিন্ন রাজনৈতিক দলের নেতাদের জন্য রয়েছে আসন। প্রধান উপদেষ্টা ড মুহাম্মদ ইউনূসসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতা, কূটনীতিক ও বিশিষ্ট ব্যক্তিদেরও অনুষ্ঠানে আমন্ত্রণ জানানো হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ