রবিবার, ২৭ এপ্রিল ২০২৫, ০২:৩২ পূর্বাহ্ন

এমপি হেনরীর ৬৮ ব্যাংক হিসাব অবরুদ্ধ

রিপোটারের নাম / ৭৮ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : সোমবার, ২৪ ফেব্রুয়ারী, ২০২৫

স্টাফ রিপোর্টার
প্রকাশ : ২৪ ফেব্রুয়ারি ২০২৫, ১৫: ৪০

সিরাজগঞ্জ-২ আসনের সাবেক সংসদ সদস্য জান্নাত আরা হেনরীর ৬৮ ব্যাংক হিসাব অবরুদ্ধ করার আদেশ দিয়েছেন আদালত। এসব ব্যাংক হিসাবে ২০ কোটি ৬২ লাখ ৩৬ হাজার ৭০২ টাকা রয়েছে।

সোমবার ঢাকা মহানগর সিনিয়র স্পেশাল জজ জাকির হোসেন গালিব দুদকের আবেদন মঞ্জুর করে এ আদেশ দেন।

আদালত সূত্রে জানা যায়, এদিন জান্নাত আরা হেনরীর ব্যাংক হিসাব অবরুদ্ধ করার আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা দুদকের সহকারী পরিচালক আসিফ আল মাহমুদ। এর আগে গত ২২ ডিসেম্বর হেনরী ও তার স্বামী সিরাজগঞ্জ জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান শামীম তালুকদারের বিরুদ্ধে দু’টি মামলা করে দুদক। এ মামলায় গত ৬ জানুয়ারি তাকে গ্রেপ্তার দেখানোর আদেশ দেন আদালত। বর্তমানে তিনি কারাগারে আছেন।

গত বছরের ২৫ নভেম্বর জান্নাত আরা হেনরী ও তার স্বামী শামীম তালুকদার এবং মেয়ে মুনতাহা রিদায়ী’র দেশত্যাগে নিষেধাজ্ঞা দেন আদালত। এছাড়া চলতি বছরের ১২ জানুয়ারি হেনরীর ৫০ বিঘা জমি এবং তার মালিকানাধীন ১৬টি গাড়ি জব্দের আদেশ দেন বিচারক। একই সঙ্গে তার ১৯টি ব্যাংক হিসাব ও চারটি কোম্পানির শেয়ার অবরুদ্ধ করেন বিচারক।#


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ