রবিবার, ২৭ এপ্রিল ২০২৫, ০৩:২২ পূর্বাহ্ন

কক্সবাজারে সর্বস্ব লুট করে ইমামকে অপহরণ

রিপোটারের নাম / ৪১ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : মঙ্গলবার, ২৫ মার্চ, ২০২৫

উপজেলা প্রতিনিধি, ঈদগাঁও (কক্সবাজার)
প্রকাশ : ২৫ মার্চ ২০২৫, ১৩: ৫৪

কক্সবাজারের ঈদগাঁও-ঈদগড় সড়কে সর্বস্ব লুট করার পর ইমামকে অপহরণ করেছে ডাকাত দল। মঙ্গলবার সকাল ৮টার দিকে সড়কের ঈদগাঁও অংশের হিমছড়ি ঢালায় এ ঘটনা ঘটে ।

অপহৃত মৌলানা মিজানুর রহমান আজিজী (৩০) রামু উপজেলার ঈদগড় ইউনিয়নের ৫ নং ওয়ার্ড কাটা জঙ্গল এলাকার মসজিদের ইমাম ও বড় বিল এবতেদায়ি নূরানি মাদরাসার প্রধান শিক্ষক। তিনি একই এলাকার মৃত আব্দুল জলিলের ছেলে।

ঈদগড় জামায়াত নেতা বনি আমিন ও আবুল কাশেম জানান, শ্বশুরের মৃত্যুর সংবাদ পেয়ে যাচ্ছিলেন মিজানুর রহমান আজিজী। সিএনজিতে করে ঈদগাঁও আসার তিনি ডাকাত দলের কবলে পড়েন। এ সময় ডাকাতরা ফাঁকা গুলি করে যাত্রীদের সর্বস্ব লুট করে নেয়। ইমামকে অপহরণ করে বনের দিকে নিয়ে যায়।

ঈদগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মশিউর রহমান বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ