কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলা শিমুলবাড়ী ইউনিয়নের ধরলা নদীর ফুলবাড়ী সেতু থেকে ১ কিলোমিটার দক্ষিণে চর সোনাইকাজী চরাঞ্চলের বালুচরে পুঁতে রাখা অজ্ঞাত ব্যক্তির (৪৫) লাশের সন্ধান পাওয়া গেছে।
মঙ্গলবার সকাল সাড়ে ১০টায় চরাঞ্চলের মানুষ বালুচরে পুঁতে রাখা লাশের দুটি পা দেখে থানায় খবর দেয়। পরে পুলিশ এসে লাশ উদ্ধারে কাজ শুরু করেন। লাশের পা দুটি উপরে, মাথাসহ শরীর মাটিতে পুঁতে রাখা।
ওই ব্যক্তিকে পাশের একটি ভুট্টাক্ষেতে হত্যা করার পর লাশ বালুচরে পুঁতে রাখা হয়েছে বলেও ধারণা করছেন পুলিশসহ এলাকাবাসী। ভুট্টাক্ষেতে হত্যার আলামত দেখে এটি ধারণা করা হচ্ছে।
এ রিপোর্ট লেখার সময় মঙ্গলবার দুপুর ১টায় ফুলবাড়ী থানার ওসি মামুনুর রশীদ জানান, পুঁতে রাখা অজ্ঞাত ব্যক্তির লাশটি উত্তোলনের জন্য সিআইডির ক্রাইমসিন কাজ করছে। লাশটি বালু থেকে উত্তোলনের পর বিস্তারিত জানা যাবে।