মঙ্গলবার, ২৯ এপ্রিল ২০২৫, ০১:২৪ পূর্বাহ্ন

কুতুবদিয়ায় নৌবাহিনীর বিশেষ অভিযানে অস্ত্রসহ আটক ১৭

রিপোটারের নাম / ৭৯ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৭ ফেব্রুয়ারী, ২০২৫

স্টাফ রিপোর্টার
প্রকাশ : ২৭ ফেব্রুয়ারি ২০২৫, ২৩: ৩২

বঙ্গোপসাগরের কুতুবদিয়া বহির্নোঙর এলাকায় অভিযান চালিয়ে দেশি অস্ত্রসহ ১৭ চোরকে আটক করেছে বাংলাদেশ নৌবাহিনীর জাহাজ ‘সুরমা’।

বৃহস্পতিবার রাতে নৌবাহিনী থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে থেকে এ তথ্য জানা গেছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বঙ্গোপসাগরের কুতুবদিয়ার দক্ষিণে একটি সংঘবদ্ধ দল কাঠের নৌকার মাধ্যমে চুরির প্রস্তুতি নিচ্ছে এ সংবাদের ভিত্তিতে টহলরত বাংলাদেশ নৌবাহিনী জাহাজ ‘সুরমা’ অতি দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়। এ সময় ইঞ্জিনচালিত কাঠের বোটসহ ১৭ চোরকে আটক করে। তবে কোনো ধরনের হতাহতের ঘটনা ঘটেনি।

অভিযানে ইঞ্জিনচালিত কাঠের বোটসহ রামেল, ছুরি, হাতুড়ি, মোবাইলফোন ও বিভিন্ন রকমের লাইট জব্দ করা হয়। যার আনুমানিক দাম সাড়ে পাঁচ লাখ টাকা। পরবর্তীতে জব্দ করা পণ্যসহ আটক চোরদের আইনানুগ ব্যবস্থা নিতে স্থানীয় থানায় হস্তান্তর করা হয়েছে।

বঙ্গোপসাগরের বহির্নোঙর ও তদসংলগ্ন এলাকায় নিয়োজিত নৌবাহিনী জাহাজ ও অন্যান্য মেরিটাইম সংস্থা নিয়মিত টহল এবং অভিযানিক কার্যক্রম পরিচালনা করে আসছে। এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ্য করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ