বুধবার, ৩০ এপ্রিল ২০২৫, ১১:১৩ অপরাহ্ন

কোথায় আছেন ওবায়দুল কাদের?

রিপোটারের নাম / ৮৪ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : বুধবার, ৫ মার্চ, ২০২৫

০৫ মার্চ ২০২৫, ১১:১৬ এএম | আপডেট: ০৫ মার্চ ২০২৫, ১১:১৬ এএম

বিগত ১৬ বছরে হাসিনা স্বৈরাচার হওয়ার পিছনের যে কারিগর তার অন্যতম ওবায়দুল কাদের। এই ব্যক্তি দম্ভের সাথে বলেছিলেন, পালাব না, কোথায় পালাব! অথচ ফ্যাসিস্ট হাসিনা ভারতে পালিয়ে যাওয়ার পর থেকে কাউয়া কাদের খ্যাত ওবায়দুল কাদেরকে কোথাও জনসম্মুখে দেখা যায় নি। তবে এবার জানা গেলো কাদের ঠিক কোথায় লুকিয়ে আছেন।

 

সম্প্রতি কাদেরের মৃত্যুর গুঞ্জন ওঠেছিলো। সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়েছিলো তার মৃত্যুর ফটোকার্ড। যা নিয়ে রীতিমতো তোলপাড় চলছিলো সামাজিক মাধ্যম পাড়ায়। তবে এই তথ্যের সত্যতা যাচাইকারী প্রতিষ্ঠান রিউমর স্ক্যানার এক প্রতিবেদনে জানিয়ে দেয় প্রচারিত এসব ফটোকার্ডের তথ্য সম্পূর্ণ মিথ্যা ও ভুয়া। রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, ওবায়দুল কাদের মারা গেছেন দাবিতে ওই গণমাধ্যমগুলো তাদের ওয়েবসাইটে কোনো সংবাদ কিংবা ফেসবুক পেজে কোনো ফটোকার্ড প্রকাশ করেনি। গণমাধ্যমগুলোর ডিজাইন নকল করে আলোচিত ফটোকার্ডগুলো প্রচার করা হয়েছে। কাদেরের মৃত্যুর গুঞ্জনের রেশ কাটতে না কাটতেই এবার প্রবাসী সাংবাদিক ইলিয়াস তার অবস্থান নিয়ে বিস্ফোরক মন্তব্য করেছেন। অনেকের দাবি তিনি ৫ আগস্টই যশোর সীমান্ত দিয়ে ভারতে চলে গেছেন। কেউ দাবি করছেন, তিনি সংযুক্ত আরব আমিরাতে অবস্থান করছেন। আবার কিছু সূত্র বলছে, তিনি গণঅভ্যুত্থানের পরও তিন মাস পাঁচ দিন দেশে ছিলেন! নানা গুঞ্জনের মাঝে প্রবাসী সাংবাদিক ইলিয়াস হোসেন প্রকাশ করলেন চাঞ্চল্যকর তথ্য! তার দাবি কাদের দেশের বাইরে কোথাও পালিয়ে যায়নি। বরং ফেসিস্ট এর এই দোসর এখনো দেশেই আছেন।

 

সম্প্রতি নিজের ভেরিফাইড ফেসবুকে দেওয়া এক পোস্টে ইলিয়াস লেখেন, ‘অত্যন্ত বিশ্বস্ত সূত্রে জেনেছি ওবায়দুল কাদের দেশেই আছেন। তিনি দেশ ছেড়েছেন কিংবা মারা গিয়েছেন এসব খবর পরিকল্পিতভাবে ছড়ানো হচ্ছে।’ যদিও এর পিছনে যথাপোযুক্ত তথ্য প্রমাণ হাজির করতে পারেননি এই সাংবাদিক। আওয়ামী লীগের শাসনামলে কাউয়া কাদের খ্যাত এই ওবায়দুল কাদের অহংকার ভরা কথা বলতো। কোন গণমাধ্যম কর্মীও তার সামনে ঠিকভাবে প্রশ্ন করতে পারতো না। রীতিমতো অপমান করতেন তিনি। ক্ষমতার এতটাই দাম্ভিকতা ছিলো তার বিরোধীদলের নেতাদেরও তুচ্ছ তাচ্ছিল্য করতেন। তার কথায় বরাবরই ফুটে উঠতো স্বৈরাচারিতা। ওবায়দুল কাদের যেখানেই থাকুক তাকে ফিরিয়ে এনে বিচারের দাবি দেশের প্রতিটি সাধারণ ছাত্র-জনতার।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ