বুধবার, ৩০ এপ্রিল ২০২৫, ১১:০৭ অপরাহ্ন

ক্ষমতার মোহে কেউ স্বৈরাচার হওয়ার চেষ্টা করবেন না: আমিনুল হক

রিপোটারের নাম / ৮৪ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : বুধবার, ১৯ ফেব্রুয়ারী, ২০২৫

স্টাফ রিপোর্টার
প্রকাশ : ১৯ ফেব্রুয়ারি ২০২৫, ২২: ৪১

ক্ষমতার মোহে কেউ স্বৈরাচার হওয়ার চেষ্টা করবেন না অন্তর্বর্তী সরকারকে উদ্দেশ্য করে বিএনপির কেন্দ্রীয় ক্রীড়াবিষয়ক সম্পাদক ও দলটির ঢাকা মহানগর উত্তরের আহ্বায়ক আমিনুল হক বলেন, আওয়ামী স্বৈরাচারের ইন্ধনে অন্তর্বর্তী সরকারের কিছু ব্যক্তির ভিতরে ক্ষমতার মোহ ধরেছে। ক্ষমতা ধরে রাখতেই তারা নতুন করে ষড়যন্ত্র করছে। তবে ক্ষমতার মোহে স্বৈরাচার হওয়ার চেষ্টা করলে জনগণ প্রতিরোধ করবে।

বুধবার দুপুরে রাজধানীর মিরপুর-১ নম্বর জি ব্লক ইদগাহ মাঠে শাহআলী থানা বিএনপির কর্মীসভার প্রধান আলোচকের বক্তব্যে তিনি এ কথা বলেন।

আমিনুল হক বলেন, আমরা দৃঢ়ভাবে বলতে চাই দীর্ঘ ১৭ বছরে অনেক যুদ্ধ ত্যাগ তিতিক্ষার মাধ্যমে বাংলাদেশ নতুন করে স্বাধীন হয়েছে। দেশ স্বৈরাচার মুক্ত হয়েছে। সেই স্বৈরাচার মুক্ত বাংলাদেশে আমরা আর কাউকে স্বৈরাচার হওয়ার সুযোগ দিব না।

অন্তর্বর্তী সরকার সংস্কারের নামে নির্বাচন পিছানোর অপচেষ্টা করছে উল্লেখ করে আমিনুল হক বলেন, বাংলাদেশের মানুষের যে প্রত্যাশা বহুল আকাঙ্ক্ষিত একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচন। যে নির্বাচনের মাধ্যমে এ দেশে জনগণের সরকার প্রতিষ্ঠিত হবে এবং জনগণের নির্বাচিত সরকার জনগণকে সাথে নিয়েই রাষ্ট্রের পরিপূর্ণ সংস্কার করবে।

একটি মহলের ষড়যন্ত্রে এখনও পর্যন্ত দেশে স্থিতিশীলতা আসেনি মন্তব্য করে বিএনপির এই কেন্দ্রীয় নেতা বলেন, দীর্ঘ ৬ মাস হয়ে গেলো এখনও পর্যন্ত যড়যন্ত্রকারীরা রাষ্ট্রের বিভিন্ন প্রতিষ্ঠানে বসে ষড়যন্ত্র করে বেড়াচ্ছে। সবার ভিতরে একটা শস্কা কাজ করছে। এই বিষয়ে সবাইকে সতর্ক থাকতে হবে।

তিনি আরও বলেন, হাসিনা সরকারের প্ল্যান ছিল ৪১ সাল পর্যন্ত ক্ষমতা দখল করে থাকবে কিন্তু তারা পারেনি; এ দেশের সাধারণ মানুষ রাজপথে নেমে তাদের পতন ঘটিয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ