সোমবার, ২৮ এপ্রিল ২০২৫, ০৩:১২ অপরাহ্ন

ক্ষমতা পেলেই লুটেপুটে খাওয়ার মানসিকতা থেকে বেরিয়ে আসতে হবে: ধর্ম উপদেষ্টা

রিপোটারের নাম / ৫৫ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : সোমবার, ৩ মার্চ, ২০২৫

3RD MARCH, 2025 8:13 PM

ক্ষমতা বা দেশ পরিচালনার দায়িত্ব পেলে লুটেপুটে খাওয়ার অশুভ মানসিকতা পরিহার করতে হবে। এমন কথা বলেছেন ধর্ম বিষয়ক উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন।

সোমবার (৩ মার্চ) বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্র (টিএসসি) অডিটোরিয়ামে এক ইফতার মাহফিলে তিনি এ কথা বলেন।

ধর্ম উপদেষ্টা বলেন, আমাদের সিয়াম সাধনা যেন কেবল লৌকিকতায় পরিণত না হয়। রমজানের তাৎপর্য বা ধর্মের মর্মবাণীকে অনুধাবন করেই যেন আমরা সিয়াম সাধনা করি।

রমজানের ত্যাগের মহিমায় চরিত্রের মন্দ দিকগুলো পুড়িয়ে ফেলার আহ্বান জানিয়ে তিনি বলেন, সিয়াম সাধনায় আল্লাহর সন্তুষ্টির পাশাপাশি সমাজে সম্প্রীতির বার্তা ছড়িয়ে দিতে হবে। রাষ্ট্রের সম্পদ আত্মসাৎ করাকে দুর্ভাগ্যজনক বলে অভিহিত করেন তিনি।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খান। ঢাকা বিশ্ববিদ্যালয়ের এ আয়োজনে পৃষ্ঠপোষকতা করে তুর্কি দিয়ানাত ফাউন্ডেশন।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ