গাজীপুরের শ্রীপুরে ৩০ বছর বয়সী এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। নিহতের মাথায় আঘাতের চিহ্ন রয়েছে।
মঙ্গলবার দুপুরে উপজেলার দক্ষিণ বারতোপা গ্রামের বেলতলী জোরদিঘি এলাকা থেকে লাশটি উদ্ধার করা হয়।
শ্রীপুর থানার ওসি জয়নাল আবেদীন মণ্ডল বলেন, দুপুরে জোরদিঘি এলাকায় সড়কের পাশে খাদে লাশটি পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেয় স্থানীয়রা। পরে লাশটি উদ্ধার করে হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। তবে নিহতের নাম-পরিচয় এখনও পাওয়া যায়নি।