বুধবার, ৩০ এপ্রিল ২০২৫, ১০:৩০ অপরাহ্ন

গাজীপুরে ছাত্র হামলায় জড়িতরা দ্রুত গ্রেপ্তার হবে: স্বরাষ্ট্র উপদেষ্টা

রিপোটারের নাম / ৮৬ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : শনিবার, ৮ ফেব্রুয়ারী, ২০২৫

ডেস্ক রিপোর্ট

প্রকাশ : ০৮ ফেব্রুয়ারি ২০২৫, ১১: ৩৪

আপডেট : ০৮ ফেব্রুয়ারি ২০২৫, ১২: ১১

স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, গাজীপুরে ছাত্রদের ওপর হামলায় জড়িতদের দ্রুত আইনের আওতায় আনা হবে।

শনিবার সকালে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে (ঢামেক) আহতদের দেখতে গিয়ে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন। তিনি বলেন, হামলায় জড়িতরা যাতে সর্বোচ্চ শাস্তি পায় সে ব্যবস্থা করা হবে।

এর আগে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক আবু বাকের মজুমদার তার নিজের ফেসবুক আইডিতে এক পোস্ট করেছেন। পোস্টে তিনি লিখেছেন, স্বরাষ্ট্র উপদেষ্টা আজ বিকেল পর্যন্ত সময় নিয়েছেন গাজীপুরসহ দেশজুড়ে চিরুনি অভিযান চালিয়ে আওয়ামী-যুব-ছাত্রলীগের সন্ত্রাসীদের গ্রেফতারের ব্যবস্থা করবেন বলে। এবং তাকে এই আল্টিমেটামও দেওয়া হয়েছে এই কাজে ব্যর্থ হলে দেশব্যাপী ৩ মাসের জন্য শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ করে অভ্যুত্থানের সময়ের মতো ছাত্ররা মাঠে নামবে, ফ্যাসিবাদী দল ও তার বানানো কাঠামো ধ্বংস করেই কেবল তখন ঘরে ফিরবে।

এ বিষয়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের গাজীপুর জেলা সমন্বয়ক আব্দুল্লাহ আল মাহিম জানান, আ ক ম মোজাম্মেল হকের ধীরাশ্রমের বাড়িতে লুটপাট হচ্ছে, এমন খবরে লুটপাট ঠেকাতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা ঘটনাস্থলে যায়। পরে মাইকে ঘোষণা দিয়ে ছাত্রলীগ, যুবলীগ ও এলাকাবাসী তাদের ওপর হামলা চালায়। এতে গুরুতর আহত হন কমপক্ষে ২০ জন।

তিনি আরও জানান, খবর পেয়ে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে তাজউদ্দিন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়। আহতদের মধ্যে ১৩ জনের অবস্থা আশঙ্কাজনক। তাদেরকে উন্নত চিকিৎসার জন্য ৫ জনকে ঢাকায় পাঠানো হয়েছে। 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ