বুধবার, ৩০ এপ্রিল ২০২৫, ১০:০৭ অপরাহ্ন

গাজীপুরে জাতীয় নাগরিক কমিটির র‌্যালি অনুষ্ঠিত

রিপোটারের নাম / ৭২ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : শুক্রবার, ২১ ফেব্রুয়ারী, ২০২৫

আমার দেশ ডেস্ক
প্রকাশ : ২১ ফেব্রুয়ারি ২০২৫, ২০: ০১

আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে জাতীয় নাগরিক কমিটির গাজীপুর জেলা ও মহানগরের থানা ইউনিটগুলোর উদ্যোগে সম্বলিত র‌্যালি অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার সকালে র‌্যালিটি জয়দেবপুরের রাজবাড়ী মাঠের পূর্ব উত্তর কর্ণার থেকে শুরু হয়ে ডিসি অফিসের সামনে দিয়ে আজীম উদ্দীন কলেজ রোড হয়ে জেলা পরিষদ চত্বর অতিক্রম করে রাজবাড়ী মাঠে এসে সফলভাবে শেষ হয়। র‍্যালি শেষে বায়ান্ন, একাত্তর এবং ২৪’এর শহীদদের স্মরণে যথাযথ মর্যাদায় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করা হয়।

গাজীপুর জেলা ও মহানগরের বিভিন্ন থানা থেকে আগত হাজারো নাগরিক প্রতিনিধিরা এই র‍্যালিতে অংশগ্রহণ করেন।

এ সময় জাতীয় নাগরিক কমিটির কেন্দ্রীয় সংগঠক ও ক্রাইসিস রেস্পন্স সেল সম্পাদক অ্যাড. আলী নাছের খান বলেন, “নতুন বাংলাদেশ তথা সেকেন্ড রিপাবলিক গড়বার ক্ষেত্রে বায়ান্ন, একাত্তর এবং চব্বিশের গণঅভ্যুত্থানে শহীদদের আত্মদান, আহত ও পঙ্গু ভাইদের আত্মত্যাগ এবং দেশের মানুষের মুক্তির আকাঙ্ক্ষাকে ধারণ করে গণতান্ত্রিক মূল্যবোধের ভিত্তিতে বৈষম্যহীন নতুন বাংলাদেশ রাষ্ট্র ও রাষ্ট্রের মৌলিক প্রতিষ্ঠানগুলো গড়ে তুলতে হবে।

এ সময় টংগী পশ্চিম প্রতিনিধি নাবীল ইউসুফ, টংগী পুর্ব প্রতিনিধি সাইফ আহমেদ, গাছা প্রতিনিধি এম ইসলাম আসাদ, শ্রীপুর প্রতিনিধি হাবিব হাসান, সদর প্রতিনিধি খন্দকার আল আমীন, বাসন থানা প্রতিনিধি আজহারুল ইসলাম তামীম এবং সদর মেট্রো থানা প্রতিনিধি মো: রাহাত সহ অন্যান্য প্রতিনিধিবৃন্দ বক্তৃতা করেন। বক্তরা প্রত্যেকটি গণতান্ত্রিক আন্দোলনে ছাত্রদের আত্মদানের কথা স্মরণ করেন এবং র‍্যালি শেষে শহীদদের রুহের মাগফিরাত কামনায় দোয়া করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ