সোমবার, ২৮ এপ্রিল ২০২৫, ০২:০৮ অপরাহ্ন

গাবতলী-চাষাড়া চলবে ৩৫ এসি বাস, উদ্বোধন আজ

রিপোটারের নাম / ৮১ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : সোমবার, ২৪ ফেব্রুয়ারী, ২০২৫

স্টাফ রিপোর্টার
প্রকাশ : ২৪ ফেব্রুয়ারি ২০২৫, ১৫: ৫৭

বাস রুট রেশনালাইজেশনের আওতায় আজ মঙ্গলবার থেকে গাবতলী-চাষাড়া রুটে বোরাক পরিবহনের ৩৫টি এসি বাস দিয়ে যাত্রা করছে গ্রিন ক্লাস্টার। মাসখানেকের মধ্যে এ রুটে আরও বাস যুক্ত হবে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। এতে সর্বনিম্ন ভাড়া ধরা হয়েছে ২০ টাকা আর প্রতি কিলোমিটার ভাড়া পড়বে ৫ টাকা।

সোমবার বাস রুট রেশনালাইজেশনের প্রকল্প পরিচালক ধ্রুব আলম আমার দেশকে জানান, ঢাকা নগর পরিবহনের আওতায় মঙ্গলবার থেকে গ্রিন ক্লাস্টারের ৩৫টি এসি বাস চালু করা হচ্ছে। এই পরিসেবার উদ্বোধন করবেন সড়ক উপদেষ্টা। ঈদের পর বাসের সংখ্যা এবং নন এসি বাস চালুর বিষয়েও পরিকল্পনা করা হচ্ছে।

জানা গেছে, আজ বেলা ১১টায় সংসদ ভবনের সামনে থেকে এসি বাস সেবা চালুর কার্যক্রম উদ্বোধন করবেন সড়ক পরিবহণ উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান।

অনুষ্ঠানে উপস্থিত থাকবেন সড়ক মন্ত্রণালয়ের সচিব, ঢাকা পরিবহণ সমন্বয় কর্তৃপক্ষ (ডিটিসিএ), ডিএমপি, বিআরটিএ, বিআরটিসি ও ঢাকার দুই সিটি করপোরেশনের কর্মকর্তারা। বাস রুট রেশনালাইজেশন প্রকল্পের পরিকল্পনা অনুযায়ী, ঢাকায় ৯টি ভিন্ন রঙের বাস চলার কথা রয়েছে। এর মধ্যে শুরুতে গ্রিন ক্লাস্টার চালু হচ্ছে।

ডিটিসিএ সূত্র জানায়, গ্রিন ক্লাস্টারের সংশ্লিষ্ট রুটের সাথে ৯০ শতাংশ মিলে যাওয়া রেড ক্লাস্টারের ১১ নং রুটটি (আংশিক) এখন থেকে গ্রিন ক্লাস্টারের ২১ নং রুট (সংশোধিত) হিসেবে পরিচিতি পাবে। এর দূরত্ব প্রায় ৩১ কিলোমিটার। এ রুটে বর্তমানে এসি বাস নেই। অপরিকল্পিতভাবে এই রুটে ৭০টির বেশি বাস চলে। এ প্রেক্ষিতে বর্তমানে বাসের চাহিদা ৫০টি নির্ধারণ করা হয়েছে। এর মধ্যে ৩৫টি এসি বাস দ্বারা রুটটি উদ্বোধন করা হচ্ছে। বাকি ১৫টি বাস মাসখানেকের মধ্যে যুক্ত করার কথা রয়েছে।

এই রুটের সম্ভাব্য স্টপেজগুলো হলো- গাবতলী, টেকনিক্যাল, কল্যাণপুর, শ্যামলী, কলেজ গেট, আসাদগেট, ধানমন্ডি ২৭, কলাবাগান, ধানমন্ডি ৪, সায়েন্স ল্যাব, শাহবাগ, মৎস্য ভবন, প্রেস ক্লাব, গুলিস্তান, হানিফ ফ্লাইওভার, কাজলা, সাইন বোর্ড, জালকুরি, শিবু মার্কেট, ও চাষাড়া। এসব স্টপেজ থেকে ই-টিকেটিং এর মাধ্যমে টিকেট কেটে যাত্রীরা বাসে উঠতে পারবেন। নির্দিষ্ট স্টপেজ ব্যতীত কোথাও বাসগুলো দাঁড়াবে না এবং যাত্রী উঠানামা করবে না। নির্ধারিত ভাড়ার চার্ট বাসের অভ্যন্তরে প্রদর্শনের জন্য টাঙানো থাকবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ