গুয়েতেমালায় সেতু থেকে বাস খাদে পড়ে ৫১ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও অনেকে। মঙ্গলবার সকালে আল জাজিরা এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।
প্রতিবেদনে বলা হয়, খাদে পড়া বাসটির আটকে পড়াদের উদ্ধারে অভিযান চলছে। ৩৬ জন পুরুষ এবং ১৫ জন নারীর মরদেহ উদ্ধার করে প্রাদেশিক মর্গে পাঠানো হয়েছে
স্থানীয় দমকল বাহিনী জানিয়েছে, সাম্প্রতিক বছরগুলির মধ্যে এ দুর্ঘটনা ভয়াবহ। যাত্রীবাহী ওই বাসে ৭০ জনের উপরে যাত্রী ছিল। যাত্রীদের মধ্যে শিশু, মহিলা, বৃদ্ধরাও ছিলো।
স্থানীয় প্রশাসন জানায়, গুয়াতেমালার শহর স্যান অগাস্টিন অ্যাকাসাগুয়াসল্যান থেকে যাত্রীবাহী বাসটি যাচ্ছিল। সেতু থেকে ছিটকে পড়ে ৬৫ ফুট গভীর খাদে পড়ে যায়। বাসটি প্রায় ৩০ বছরের পুরোনো। তবে তার লাইসেন্স রয়েছে।