গাজীপুরের শ্রীপুরে আমেনা খাতুন নামে ৫৫ বছর বয়সী এক গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ।
রোববার সকালে উপজেলার বরমী ইউনিয়নের গিলাশ্বর পূর্বপাড়া গ্রাম থেকে লাশটি উদ্ধার করা হয়। নিহত আমেনা একই গ্রামের অটোচালক মো. শফিকুল ইসলামের স্ত্রী।
স্বজনরা জানান, শনিবার রাতে খাবার খেয়ে ঘুমিয়ে পড়েন আমেনা। ভোরে অটোরিকশা নিয়ে বের হন তার স্বামী। এর কিছুক্ষণ পর ঘরের ভেতর আমেনার লাশ ঝুলতে দেখেন পরিবারের লোকজন।
শ্রীপুর থানার ওসি জয়নাল আবেদীন মণ্ডল বলেন, লাশটি উদ্ধার করা হয়েছে। পারিবারিক কলহের জেরে তিনি আত্মহত্যা করেছেন বলে ধারণা করা হচ্ছে। এ ঘটনায় অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।