চট্টগ্রাম নগরে ছিনতাই অপরাধে জড়িত থাকার অভিযোগে একটি চক্রের ১০ সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। অন্যদিকে পৃথক আরেকটি অভিযানে দুটি অস্ত্রসহ এক সন্ত্রাসীকে গ্রেপ্তার করা হয়েছে।
বৃহস্পতিবার সকাল সাড়ে ৮টার দিকে বহদ্দারহাট এক কিলোমিটার এলাকা থেকে ১০ ছিনতাইকারী গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তাররা হলেন— মো. ওসমান গনি (২৫), মো. দেলোয়ার হোসেন (২৫), মো. আরমান (৩১), মো. ইব্রাহিম (২৯), মো. রাজু (২৯), বিজয় বড়ুয়া (২৩), মো. আজগর আলী (২১), মো. ইমরান হোসেন বাপ্পী (২১), মো. সুমন (২৮) এবং মো. কবির (৪২)।
চান্দগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আফতাব উদ্দিন বলেন, গ্রেপ্তাররা সবাই ছিনতাই চক্রের সক্রিয় সদস্য। তাদের ছিনতাই মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে সোপর্দ করা হয়েছে।
অন্যদিকে চট্টগ্রাম পাহাড়তলী থানা এলাকায় বিশেষ অভিযান চালিয়ে দুটি দেশিয় তৈরি বন্দুকসহ এক অস্ত্রধারী সন্ত্রাসীকে গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার ভোরে পাহাড়তলী থানার হাজি ক্যাম্পের সামনে পাকা রাস্তার সামনে থেকে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতার মো. বেলাল হোসেন (৩৫), ফেনীর ছাগলনাইয়ার এলাকার মৃতত আলমগীর হোসেন বাবুলের ছেলে।
পাহাড়তলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. বাবুল আজাদ আমার দেশকে বলেন, অভিযানের সময় সন্দেহজনক হলে ওই ব্যক্তির ব্যাগ তল্লাশি করে দুটি দেশীয় তৈরি দো-নলা বন্দুক (এলজি) উদ্ধার করা হয়। তার বিরুদ্ধে পরবর্তী আইনগত পদক্ষেপ নিয়ে আদালতে তোলা হবে।