চাঁপাইনবাবগঞ্জের চরবাগডাঙ্গা সীমান্তে অবৈধভাবে ভারত থেকে আনা ১০টি মহিষ জব্দ করেছে বাংলাদেশ সীমান্তরক্ষী বাহিনী (বিজিবি)। বুধবার দিবাগত রাত পৌনে ৩টার দিকে এসব মহিষ জব্দ করা হয়।
বিজিবির ৫৩ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. মনির-উজ-জামান এ তথ্য নিশ্চিত করেছেন।
বিজিবি অধিনায়ক মনির-উজ-জামান বলেন, গোপন সংবাদে বিজিবির একটি দল চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার চরবাগডাঙ্গার সাদ্দামের চর এলাকায় অভিযান চালায়। এ সময় সীমান্তের কাছে একটি মাঠে মালিকবিহীন অবস্থায় ১০টি মহিষ জব্দ করে। মহিষগুলো চোরাচালানের মাধ্যমে ভারত থেকে এনে সেখানে বেঁধে রাখা হয়েছিল।
মনির-উজ-জামান আরও বলেন, সীমান্ত এলাকায় গবাদিপশুসহ অন্যান্য মালামাল চোরাচালানের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বাস্তবায়ন করছেন বিজিবি সদস্যরা।
জব্দ মহিষ চাঁপাইনবাবগঞ্জ শুল্ক কার্যালয়ে জমা করার প্রক্রিয়া চলছে। পাশাপাশি এর সঙ্গে জড়িতদের শনাক্তের চেষ্টা করা হচ্ছে বলে জানান বিজিবি কর্মকর্তা।