বুধবার, ৩০ এপ্রিল ২০২৫, ০৯:৫৮ অপরাহ্ন

চুয়াডাঙ্গার বদরগঞ্জে ৪২৮ বোতল মদসহ আটক ২

রিপোটারের নাম / ৯০ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২০ ফেব্রুয়ারী, ২০২৫

জেলা প্রতিনিধি, চুয়াডাঙ্গা
প্রকাশ : ২০ ফেব্রুয়ারি ২০২৫, ১০: ২৪

চুয়াডাঙ্গায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর অভিযান চালিয়ে দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে। তাদের কাছ থেকে উদ্ধার করা হয়েছে ৪২৮ বোতল নিষিদ্ধ অ্যালকোহল ও দুটি মোটরসাইকেল।

বুধবার রাত সাড়ে ৯টায় চুয়াডাঙ্গা সদর উপজেলার বদরগঞ্জ জামে মসজিদের সামনে থেকে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতরা হলেন ঝিনাইদহ সদর উপজেলার রাঙিয়ারপোতা গ্রামের পুটি মণ্ডলের ছেলে আবুল কালাম (৪৩) ও চুয়াডাঙ্গা সদর উপজেলার ডিঙ্গেদহ মানিকদিহি গ্রামের আব্দুল মালেকের ছেলে রাসেল (২৫)। বুধবার রাতে এক বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছেন চুয়াডাঙ্গা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক নাজমুল হোসেন খান।

সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর অভিযান চালায় চুয়াডাঙ্গার বদরগঞ্জ বাজার এলাকায়। এ সময় ওই বাজারের জামে মসজিদের সামনে দুটি মোটরসাইকেলের পেছনে আলাদা কার্টন বাঁধা অবস্থায় দেখতে পেয়ে সন্দেহ হয়। পরে তাদের আটক করে কার্টন খুলে ৪২৮ বোতল নিষিদ্ধ অ্যালকোহল উদ্ধার করা হয়।

পরিদর্শক নাজমুল হোসেন খান জানান, গ্রেপ্তারকৃতরা জানিয়েছে এসব অ্যালকোহল তারা চুয়াডাঙ্গার বিভিন্ন এলাকায় মাদক কারবারিদের কাছে পৌঁছে দিতে এনেছে। উদ্ধারকৃত এসব অ্যালকোহল খুবই বিষাক্ত। আমাদের অভিযান অব্যাহত থাকবে।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক নাজমুল হোসেন খানের নেতৃত্বে অভিযানে অংশ নেন উপ-পরিদর্শক সাহারা ইয়াসমিন ও উপ-পরিদর্শক রফিকুল ইসলামসহ বিভাগীয় স্টাফরা। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে মামলা দায়ের করা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ