সপরিবারে কক্সবাজার থেকে ফেরার পথে কুমিল্লার চৌদ্দগ্রামে সড়ক দুর্ঘটনায় কামাল কাজি (২৮) নামের এক যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় নিহতের স্ত্রীসহ গুরুতর অবস্থায় তার পরিবারের আরও কয়েকজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
শুক্রবার ভোরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চৌদ্দগ্রাম মিয়া বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত কামাল কাজি দাউদকান্দি উপজেলার তালতলী কাজী বাড়ির মনি কাজীর ছেলে।
প্রত্যক্ষদর্শীরা জানায়, সপরিবার নিয়ে মাইক্রোবাসে কক্সবাজার থেকে দাউদকান্দির উদ্দেশ্যে যাত্রা করেন কামাল কাজি। চৌদ্দগ্রাম মিয়া বাজার এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে ওই মাইক্রোবাসটি দুর্ঘটনার শিকার হয়। এতে ঘটনাস্থলেই কামাল কাজি নিহত হন। গুরুতর অবস্থায় তার পরিবারের অন্যদের কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।
চৌদ্দগ্রাম থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ হিলাল উদ্দীন আহমেদ জানান, খবর পেয়ে হাইওয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে গিয়ে উদ্ধার কাজ চালায়। আহতদের চিকিৎসার জন্য তাৎক্ষণিকভাবে হাসপাতালে নেওয়া হয়। আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক।