কেন্দ্রীয় বিএনপির যুগ্ম মহাসচিব শহিদ উদ্দিন চৌধুরী এ্যানি বলেছেন, জুলাই বিপ্লব নিয়ে প্রকাশিত জাতিসংঘের প্রতিবেদন একটি ঐতিহাসিক দলিল। শেখ হাসিনার নির্দেশে ছাত্র-জনতাকে হত্যা করা হয়েছে বলে প্রতিবেদনে স্পষ্টভাবে উল্লেখ করা হয়েছে। একই সঙ্গে তার মানবাধিকার লঙ্ঘনের কথাও তুলে ধরা হয়েছে। এজন্য হাসিনার বিরুদ্ধে আন্তর্জাতিক আদালতে মামলা হওয়া প্রয়োজন।
রোববার দুপুরে লক্ষ্মীপুর সদর উপজেলার লাহারকান্দি উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে তিনি এসব বলেন।
এ্যানি বলেন, জাতিসংঘের প্রতিবেদনটি সংরক্ষিত রাখতে হবে। ভবিষ্যৎ প্রজন্মকে জানানোর জন্য তুলে ধরতে হবে পাঠ্যপুস্তকেও। এটি দ্রুত করার জন্য অন্তর্বর্তীকালীন সরকারকে অনুরোধ জানাই। নয়তো সরকারে গিয়ে পাঠ্যবইয়ে এ প্রতিবেদনটি অন্তর্ভুক্ত করবে বিএনপি।
পৌর লাহারকান্দি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে এ সময় উপস্থিত ছিলেন জেলা বিএনপির সদস্যসচিব সাহাবুদ্দিন সাবু, স্কুল পরিচালনা কমিটির সদস্য আলমগীর হোসেন রাজু, সিনিয়র শিক্ষক মো. মুরাদ হোসেনসহ আরও অনেকে।