সোমবার, ২১ এপ্রিল ২০২৫, ০৫:১৯ অপরাহ্ন

জাতীয় নির্বাচনের আগে স্থানীয় সরকার নির্বাচন করতে দেয়া হবে না: জয়নুল আবেদীন

রিপোটারের নাম / ৬৪ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : শনিবার, ২২ ফেব্রুয়ারী, ২০২৫

জেলা প্রতিনিধি, ঝালকাঠি
প্রকাশ : ২২ ফেব্রুয়ারি ২০২৫, ১৬: ৩৩

বিএনপির ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট জয়নুল আবেদীন বলেছেন, কোনো অবস্থাতেই জাতীয় সংসদ নির্বাচনের আগে স্থানীয় সরকার নির্বাচন করতে দেয়া হবে না।

শনিবার দুপুরে ঝালকাঠি সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে জেলা বিএনপির সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

জয়নুল আবেদীন জামায়াতকে উদ্দেশ্য করে বলেন, একদিকে তারা নির্বাচন পিছানোর কথা বলছেন অন্যদিকে আবার সারা দেশে দলীয় প্রার্থীর নাম ঘোষণা দিচ্ছেন। ফ্যাসিবাদী সরকার জামায়াতকে নিষিদ্ধ করেছিলো কিন্তু তাতেও তাদের হুঁশ হয়নি। জামায়াতের কাজই হচ্ছে দেশে বিরুদ্ধে ষড়যন্ত্র করা।

অ্যাডভোকেট জয়নুল আবেদীন আরও বলেন, মোদি সরকার এখন শেখ হাসিনার হাত ছেড়ে দিয়েছেন। তিনি বাংলাদেশের জনগণের মনোভাব বুঝতে পেরেছেন। বর্তমান অন্তর্বর্তী সরকারের উদ্দেশ্যে জয়নুল আবেদীন বলেন, তারা নির্বাচন নিয়ে তালবাহানা শুরু করেছে। আমরা অবিলম্বে তাদের এই তালবাহানা বন্ধ করে দ্রুত সময়ের মধ্যে নির্বাচন দেওয়ার দাবি জানাচ্ছি। বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া আগের চেয়ে অনেক সুস্থ উল্লেখ করে জয়নুল আবেদীন বলেন, আমার বিশ্বাস আল্লাহ তাকে আরেকবার ক্ষমতায় না নিয়ে আসবেন।

ঝালকাঠি জেলা বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট সৈয়দ হোসেনের সভাপতিত্বে ও সদস্য সচিব অ্যাডভোকেট শাহাদাৎ হোসেনের সঞ্চালনায় সমাবেশে প্রধান বক্তা ছিলেন বিএনপি কেন্দ্রীয় কমিটির ধর্ম বিষয়ক সম্পাদক রফিকুল ইসলাম জামাল।

রফিকুল ইসলাম জামাল বলেন, আমরা এ সরকারকে ব্যর্থ হতে দিতে চাইনা। কিন্তু সরকার ব্যর্থতার দিকে আগাচ্ছে।

সমাবেশের বিশেষ অতিথি বিএনপি কেন্দ্রীয় কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক আকন কুদ্দুসুর রহমান বলেন, কালো চশমা, হোন্ডা আর স্বর্ণের চেন পরে মহড়া দেয়ার নেতৃত্ব জনগণ পছন্দ করে না। বিশেষ অতিথি কেন্দ্রীয় সহ সাংগঠনিক সম্পাদক মাহবুবুল হক নান্নু বলেন, ৫ থেকে ৮ আগস্ট দেশে কোন সরকার ছিলো না তখন দেশ পরিচালনা করেছেন তারেক রহমান। সমাবেশে বিশেষ অতিথি জীবা আমিনা আল গাজীসহ অন্যানের মধ্যে আরো বক্তব্য রাখেন ঝালকাঠি-২ আসনের সাবেক এমপি ইসরাত সুলতানা ইলেন ভুট্রো, জেলা বিএনপির সাবেক সভাপতি মোস্তফা কামাল মন্টু, সাবেক সাধারণ সম্পাদক মনিরুল ইসলাম নুপুর, সেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় নেতা রফিকুল ইসলাম হাওলাদার, নিউইয়র্ক দক্ষিণ বিএনপির সভাপতি হাবিবুর রহমান সেলিম রেজা, ছাত্রদলের সাবেক কেন্দ্রীয় নেতা গোলাম আজম সৈকতসহ স্থানীয় বিএনপির নেতৃবৃন্দ। এদিকে সমাবেশকে কেন্দ্র করে সকাল থেকে খণ্ড খণ্ড মিছিল নিয়ে সমাবেশস্থলে আসতে থাকেন নেতাকর্মীরা। জেলা ও উপজেলা বিএনপি ও এর অঙ্গসংগঠনের হাজার-হাজার নেতাকমীর্র উপস্থিতিতে সমাবেশস্থল জনসমুদ্রে পরিণত হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ