সোমবার, ২১ এপ্রিল ২০২৫, ০৬:১৬ অপরাহ্ন

জুলাইয়ের শহীদ-যোদ্ধাদের একুশে পদক উৎসর্গ মাহমুদুর রহমানের

রিপোটারের নাম / ৫৯ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২০ ফেব্রুয়ারী, ২০২৫

প্রকাশ : ২০ ফেব্রুয়ারি ২০২৫, ১৪: ৩১
আপডেট : ২০ ফেব্রুয়ারি ২০২৫, ১৪: ৫৯

একুশে পদক গ্রহণ করে আমার দেশ-এর সম্পাদক ড. মাহমুদুর রহমান বলেছেন, বাংলাদেশের তরুণ ছাত্র-জনতা ফ্যাসিবাদ ও ভারতীয় হেজিমনির মিলিত শক্তির বিরুদ্ধে অবিস্মরণীয় লড়াই করে জনগণের মুক্তি ও রাষ্ট্রের স্বাধীনতা ফিরিয়ে এনেছে। এই রাষ্ট্রীয় সম্মান আমার দেশকে আরো দায়িত্ব পালনে উদ্বুদ্ধ করবে।

বৃহস্পতিবার রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের কাছ থেকে একুশে পদক গ্রহণ করার পর বক্তব্য তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, বাংলাদেশের গণতন্ত্র, জনগণের অধিকার এবং রাষ্ট্রের সার্বভৌমত্বের লড়াই চালিয়ে যাবে আমার দেশ। এই প্রতিজ্ঞা করছি, এই মঞ্চ থেকে। সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। বিপ্লব দীর্ঘজীবী হোক।

এসময় তিনি বায়ান্নর ভাষা শহীদ, একাত্তরের স্বাধীনতা সংগ্রামের শহীদ এবং চব্বিশের জুলাই বিপ্লবের শহীদদের শ্রদ্ধাভরে স্মরণ করেন। আমার দেশ পরিবারের পক্ষ থেকে একুশে পদক গ্রহণ করে জুলাই বিপ্লবের মহান শহীদ ও যোদ্ধাদের উৎসর্গ করেন মাহমুদুর রহমান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ