বুধবার, ৩০ এপ্রিল ২০২৫, ১০:২৪ অপরাহ্ন

জুলাই অভ্যুত্থানে শহীদদের প্রতি দায়বদ্ধতা আমাদের রয়েছে : হাসনাত আব্দুল্লাহ

রিপোটারের নাম / ৫১ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৬ মার্চ, ২০২৫

০৬ মার্চ ২০২৫, ১২:০২ এএম | আপডেট: ০৬ মার্চ ২০২৫, ১২:০২ এএম

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ বলেছেন, জুলাই আন্দোলনে যারা শহীদ বা আহত হয়েছে তাদের প্রতি দায়বদ্ধতা আমাদের রয়েছে।

 

যারা রাজনৈতিক সচেতন রয়েছেন তাদের প্রত্যেককে এ দায় নিতে হবে। তারা যে স্বপ্ন নিয়ে রাস্তায় এসেছিল তারা কোনো প্রাপ্তির জন্য রাস্তায় আসেননি। নিজে পদ-পদবি পাবে এজন্য আসেনি। তারা এসেছিল দেশকে ভালোবেসে, দেশের উন্নয়নের জন্য। এখন এই দেশ গড়ার দায়িত্ব আমাদের সবার।

 

বুধবার (৫ মার্চ) সকালে কুমিল্লার দেবিদ্বার উপজেলা ধামতী হাবিবুর রহমান উচ্চ বিদ্যলয়ে মাঠে দেবিদ্বারে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে দেবিদ্বারে সদরে ৫ আগস্টে গুলিবিদ্ধ হয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা যাওয়া ভ্যানচালক আব্দুস সামাদের জানাজায় তিনি এসব কথা বলেন।

 

জানাজায় আরও উপস্থিত ছিলেন কুমিল্লা উত্তর জেলা বিএনপির সদস্য সচিব এফএম তারেক মুন্সি, কুমিল্লা উত্তর জেলা জামায়াতে সেক্রেটারি সাইফুল ইসলাম শহীদ, উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আবুল হাসনাত খাঁন, দেবিদ্বার থানার ওসি মোহাম্মদ শামসুদ্দীন ইলিয়াসসহ সর্বস্তরের মানুষ। পরে আবদুস সামাদ জানাজা শেষে তার পারিবারিক অবস্থানে দাফন সম্পন্ন করা হয়।

 

প্রসঙ্গত, গত বছরের ৫ আগস্ট হাসিনা সরকারের পতনের দিন থানা ঘেরাওকালে দেবিদ্বার রেয়াজ উদ্দিন সরকারি মডেল পাইলট উচ্চ বিদ্যালয়ের সামনে পুলিশের গুলিতে গুলিবিদ্ধ হন সামাদ। এসময় মারাত্মকভাবে আহত হয়েছিলেন তিনি। এরপর থেকে গত সাত মাস হাসপাতাল ও বাড়িতে চিকিৎসাধীন ছিলেন। মঙ্গলবার বিকেল ৩টায় হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ