সোমবার, ২৮ এপ্রিল ২০২৫, ০২:৫২ অপরাহ্ন

জুলাই অভ্যুত্থানে শহীদ হয়েছেন ১১ নারী: আসিফ মাহমুদ

রিপোটারের নাম / ৫৪ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : শনিবার, ৮ মার্চ, ২০২৫

স্টাফ রিপোর্টার, টঙ্গী
প্রকাশ : ০৮ মার্চ ২০২৫, ১৭: ৫৮

যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বলেছেন, জুলাই গণঅভ্যুত্থানেও ১১ নারী শহীদ হয়েছেন। আহত হয়েছেন হাজারও নারী। আমাদের অসংখ্য মায়েরা নিজের সন্তান হারিয়েছেন। তবু পুরুষের পাশাপাশি তারা লড়াই করে যাচ্ছেন। আন্তর্জাতিক নারী দিবসে তাদের প্রতি শ্রদ্ধা জানাতে চাই।

শনিবার বিকেলে গাজীপুরের টঙ্গীতে কিউট আন্তর্জাতিক নারী দিবস আর্চারি টুর্নামেন্ট-২০২৫-এর সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে তিনি এসব কথা ব‌লেন।

আসিফ মাহমুদ বলেন, আর্চারিসহ যেসব খেলাধুলায় আন্তর্জাতিক সম্মান অর্জনের সুযোগ ও সম্ভাবনা রয়েছে, সেসবে পৃষ্ঠপোষকতার জন্য নীতিগত সিদ্ধান্ত নেয়া হয়েছে। মন্ত্রণালয়ের পক্ষ থেকে বাজেটসহ সব ধরনের পৃষ্ঠপোষকতার বিষয়ে ফেডারেশনগুলোকে আমরা বিশেষভাবে নজর দেয়া হবে।

বাংলাদেশের নারীরা শুধু ক্রীড়া নয়, অন্যান্য সেক্টরেও আন্তর্জাতিক পরিমণ্ডলে বাংলাদেশের নাম উজ্জ্বল করে চলেছেন বলেও মন্তব্য করেছেন উপদেষ্টা আসিফ।

অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সচিব মো. রেজাউল মাকছুদ জাহেদী। এ সময় উপস্থিত ছিলেন যুগ্ম সচিব আমিনুল ইসলাম, আর্চারি ফেডারেশনের সাধারণ সম্পাদক কাজী রাজিব উদ্দিন আহমেদ চপল প্রমুখ। পরে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ